Shani Horoscope 2025: শনির অস্তে দারুণ সময়, ফেব্রুয়ারিতে বড়বাবা ঢেলে সুখ দেবেন ৩ রাশিকে

Shani Horoscope 2025: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে মানা হয়ে থাকে। এরকম অবস্থায় শনির অবস্থানে একটুও বদল ঘটলে তা জাতকদের জীবনে প্রভাব ফেলে। শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম। শনি এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে বিরাজ করে।

Advertisement
শনির অস্তে দারুণ সময়, ফেব্রুয়ারিতে বড়বাবা ঢেলে সুখ দেবেন ৩ রাশিকেশনি অস্ত ফেব্রুয়ারিতে
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে মানা হয়ে থাকে।

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে মানা হয়ে থাকে। এরকম অবস্থায় শনির অবস্থানে একটুও বদল ঘটলে তা জাতকদের জীবনে প্রভাব ফেলে। শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম। শনি এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে বিরাজ করে। জেনে রাখুন, শনি খুব তাড়াতাড়ি কুম্ভ রাশিতে অস্ত যাবে। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, শনি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যে ৭টা ১ মিনিটে অস্ত যাবে এবং ৬ এপ্রিল পর্যন্ত ওই অবস্থাতেই থাকবে। এর মধ্যে শনি মীন রাশিতে প্রবেশ করবে। শনির অস্ত যাওয়ার ফলে কিছু রাশির জবরদস্ত লাভ হবে। আসুন জেনে নিই তারা কারা। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের শনির অস্তের ফলে লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। এর সঙ্গে কেরিয়ার ক্ষেত্রেও খুব লাভ হতে চলেছে। উন্নতির সঙ্গে বেতনও বাড়বে। ব্যবসায় ভাল লাভের যোগ তৈরি হচ্ছে। কোনও বড় প্রজেক্ট অথবা কোনও বড় চুক্তি হতে পারে। প্রেমের জীবন ভাল চলবে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি ভাল হবে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সংযত রাখুন। 

কর্কট রাশি
এই রাশির জাতকদেরও শনির অস্ত সুসময় নিয়ে আসবে। এই সময় ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। আত্মবিশ্বাস বাড়তে দেখা দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। মান-সম্মান বৃদ্ধি হবে। ব্যবসার ক্ষেত্রে আপনার তৈরি করা রণনীতি সফল হবে। আর্থিক পরিস্থিতি দারুণ থাকবে। টাকা সঞ্চয় করতে পারবেন। প্রেমের জীবন দারুণ যাবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

মীন রাশি
এই রাশির জাতকদের জন্য শনির অস্ত ভাল সময় নিয়ে আসবে। অর্থ লাভ হবে হঠাৎ করে। মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন। কেরিয়ারের ক্ষেত্রের কথা যদি ধরা হয় তাহলে আপনার উন্নতির যোগ রয়েছে। আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসার ক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দীদেরও টেক্কা দেবেন। অর্থলাভের যোগ তৈরি হবে। অর্থ সংক্রান্ত সমস্যা মিটবে। প্রেমের জীবন ভাল থাকবে। প্রেম জীবনে কোনও সমস্যা থাকলে তা মিটে যাবে। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

POST A COMMENT
Advertisement