ন্যায় দেবতা শনিদেব জাতকদের তাঁর কাজের হিসাবে ফল দিয়ে থাকে। ভাল কাজ করলে সেই ব্যক্তিকে শুভ ফল এবং খারাপ কাজ করলে সেই ব্যক্তিকে শনিদেব খারাপ ফল দিয়ে থাকেন। প্রত্যেক ব্যক্তির জীবনে একবার হলেও সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব দেখতে পাওয়া যায়। শনির সাড়েসাতি ও ঢাইয়ার কারণে জাতকদের শারীরিক, মানসিক ও আর্থিক কষ্টের সামনে পড়তে হয়। জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশি রাশি রয়েছে। যাঁদের ওপর শনির বাঁকা নজরের প্রভাব পড়ে না। জানুন শনির প্রিয় রাশি আসলে কারা।
বৃষ রাশি
শুক্রের রাশি বৃষের ওপর শনিদেবের অসীম কৃপা সর্বদাই থাকে। শনি ও শুক্রের মধ্যে মিত্রতার জন্য বৃষ রাশির ওপর শনি গ্রহের খারাপ প্রভাব পড়তে দেখা যায় না। সব কাজেই এঁরা সফলতা পায়। আর্থিক দিক মজবুত থাকে এঁদের।
তুলা রাশি
তুলা রাশির অধিপতিও শুক্রদেব। এই রাশিতে শনিদেব উচ্চ রাশি বলে মানা হয়। এইজন্য এই রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব খুবই কম থাকে। শনির কৃপায় এই রাশিরা সব কাজেই উন্নতি করতে পারেন। এই রাশির স্বাস্থ্যও ভাল থাকে।
মকর রাশি
মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব। মকর রাশি শনির পছন্দের রাশিদের মধ্যে অন্যতম। এই রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব কম পড়ে। এই রাশির জাতকেরা কর্মক্ষেত্রে সবার আগে এগিয়ে থাকে।
কুম্ভ রাশি
মকর রাশির মতোন শনিদেব কুম্ভ রাশিরও অধিপতি। তাই এই রাশির জাতকদের ওপর শনির প্রকোপ কম পড়ে। শনিদেবের বিশেষ কৃপা থাকে এদের ওপর। কুম্ভ রাশির জাতকদের আর্থিক সমস্যা থাকে না। এই রাশির জাতকদের জীবনে অনেক সুযোগ আসে। কুম্ভ রাশির জাতকেরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন।
ধনু রাশি
গুরুর রাশি ধনু শনিদেবের খুবই প্রিয়। গুরু ও শনির খুব ভাল মিত্রতা। তাই শনিদেব এই রাশির ওপর নিজের কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। এই রাশিতে সাড়েসাতি ও ঢাইয়া চললেও এই রাশিদের শনি বিশেষ কষ্ট দেন না।