জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম বলে মানা হয়ে থাকে। কর্মের ফলদাতা ও ন্যায়ের দেবতা শনিদেব। তাঁকে বড়ঠাকুরও বলা হয়। শনির সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব যে কোনও ব্যক্তির জীবনে খারাপ হতে দেরি লাগে না। তাঁর ন্যায়ের মানদন্ডে অনেকেই ফকির থেকে রাজা হয়, আবার অনেকেই রাজা থেকে সব হারিয়ে পথে চলে আসে। তবে কিছু এমন রাশি রয়েছে, যাদের উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হয়। দেখে নেওয়া যাক তারা কারা।
বৃষ রাশি
রাশিচক্রের প্রথম যে রাশিতে শনির সুনজর থাকে, তা হল বৃষ। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্র ও শনি পরস্পরের বন্ধু গ্রহ। তাই শনির সুপ্রভাব থাকে এই রাশির জাতকদের উপর। শনির কৃপায় সহজেই কেরিয়ারে সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন এঁরা। শনি জয়ন্তীতে বড় ঠাকুরের আশীর্বাদে কোনও বিশেষ লাভ হতে পারে এঁদের।
তুলা রাশি
শনির দ্বিতীয় প্রিয় রাশিটি হল তুলা। তুলা হল শনির উচ্চরাশি। পাশাপাশি তুলারও অধিপতি গ্রহ শুক্র। শুক্র ও শনি মিত্র গ্রহ হওয়ায় গ্রহরাজের কৃপায় সহজেই উন্নতি করতে পারেন তুলা রাশির জাতকরা। এঁরা চাকরি করুন বা ব্যবসা, বড় উন্নতি করতে পারেন। শনির কৃপায় এঁদের সাড়েসাতি ও ধাইয়া দশাতেও খুব একটা কষ্ট পেতে হয় না।
মকর রাশি
শনির তৃতীয় প্রিয় রাশি হল মকর। মকর রাশির অধিপতি গ্রহ শনি নিজেই। শনির কৃপায় মকর রাশির জাতকরা কঠোর পরিশ্রমী ও ডিসিপ্লিন মেনে চলেন। শনি এঁদের সব রকম সুযোগ-সুবিধে দিয়ে থাকেন। এঁরা সব কাজে সাফল্য পান। শনির সাড়ে সাতি ও ধাইয়াতেও এঁদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। শনির প্রভাব এঁদের উপর ভালো ভাবে পড়ে।
কুম্ভ রাশি
শনি ঠাকুরের প্রিয় চার রাশির মধ্যে চতুর্থটি হল কুম্ভ। এই রাশিরও অধিপতি গ্রহ শনি। এ ছাড়া কুম্ভ হল শনির মূল ত্রিকোণ চিহ্ন। শনির কৃপায় কুম্ভ রাশির জাতকরা যেমন পরিশ্রমী, তেমনই সবার সঙ্গে সহজে মেলামেশা করতে পারেন। এঁরা পরিশ্রমী ও বুদ্ধিমান। শনির সুপ্রভাবে সহজে সম্পদ, সমৃদ্ধি ও সাফল্য লাভ করেন এঁরা।