গত ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করেছে। আর এই শনি গোচরের ফলে সাড়েসাতি ও ঢাইয়া যেমন কিছু রাশির জাতকদের জন্য কঠিন সময় নিয়ে এসেছে, তেমনি কিছু রাশির ওপর শনির এই দুই দশা একেবারেই কোনও প্রভাব ফেলতে পারেনি। শনির গোচরে মেষ রাশির জাতকদের সাড়েসাতি যেমন শুরু হয়েছে তেমনি মকর রাশির ওপর সাড়েসাতি শেষ হয়ে গেছে। অপরদিকে, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের ঢাইয়া শেষ হয়ে গিয়েছে। সিংহ ও ধনু রাশির ঢাইয়া থেকে মুক্তি পেতে পুরো বছর লাগবে।
পাঁচ রাশির ওপর শনির গোচরের শুভ ফল গোটা বছর জুড়ে থাকবে। এমনিতে শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব ১২টি রাশির ওপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। তবে ৫ এমন রাশিও রয়েছে যাদের ওপর সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব দেখা যাবে না। আসুন জেনে নিন সেই ৫ রাশি আসলে কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব হবে না। শনির গোচর এই রাশিকে গোটা বছর জুড়ে উন্নতি দেবে ও কর্মক্ষেত্রে লাভের রাস্তা খুলে দেবে। শিক্ষা ও প্রতিযোগী পরীক্ষার্থী পড়ুয়াদের সফলতা অর্জন হবে। ব্যবসায় প্রসারের যোগ রয়েছে। মানসিক অশান্তি দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে, এরই সঙ্গে পদোন্নতি পাবে তাঁরা। পারিবারিক অশান্তি থেকে দূরে থাকবেন। সন্তান প্রাপ্তির যোগ রয়েছে।
কর্কট রাশি
শনির গোচর কর্কট রাশির জাতকদের গোটা বছর জুড়ে সুখ দেবে। ঢাইয়া থেকে মুক্তি পেতেই এই রাশির জাতকদের উৎসাহ বাড়বে। কাজ নিয়ে অধিক সক্রিয় থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসা সংক্রান্ত সমস্যা শেষ হবে। বছরভর পরিবারে শান্তি বজায় থাকবে। বাড়িতে অশান্তি কম হবে। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। প্রতিযোগী পরীক্ষার্থীরা দারুণ ফল করবে।
তুলা রাশি
শনির মীন রাশিতে গোচর করতেই তুলা রাশির জাতকদেক জন্য পুরো বছর লাভদায়ক প্রমাণিত হবে। জাতকদের আয়ের নতুন রাস্তা খুলে যাবে। সন্তানের পক্ষ থেকে শুভ খবর পাবেন। জাগতিক সুখ বৃদ্ধি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। জাতকেরা চাকরিতে ইনক্রিমেন্ট হবে। ইচ্ছানুযায়ী চাকরিতে ট্রান্সফর হবে। পুরো বছর ব্যবসায়িক বাধা থেকে মুক্তি পাবেন। লাভের মুখ দেখবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকেরা ঢাইয়া থেকে মুক্তি পাবেন। যার ফলে অশান্তি শেষ হবে ও ব্যবসা প্রসার করতে পারবেন। নতুনভাবে বিনিয়োগ করলে দারুণ ফল পাবেন। জীবনশহ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। পুরো বছরজুড়ে খরচ নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্য আগের চেয়ে ভাল হবে। খিটখিটে ভাব দূর হবে। ঋণ থেকে মুক্তি পাবে। শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা সফল হবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের শনির সাড়েসাতি শেষ হওয়ার পর ভাল সময় ফিরে আসবে। জাতকদের স্বাস্থ্য আরও ভাল হবে। ঘর-পরিবারের অশান্তি দূর হবে।মান-সম্মান বাড়বে। আয়ের রাস্তা খুলবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে। প্রমোশন ও বেতন বাড়ার রাস্তা প্রশস্ত হবে। ব্যবসা বাড়বে। ধনলাভের যোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে বাধা দূর হবে ও পরিশ্রমের পুরো ফল পাবেন।