Shani Horoscope 2025: নতুন বছরে রূপোর পায়ে চলবেন শনি, ২০২৭ পর্যন্ত ৩ রাশির অচ্ছে দিন

Shani Horoscope 2025: শাস্ত্রে শনিদেবকে ক্রুর গ্রহ বলেই বিবেচিত করা হয়। শনি ব্যক্তিকে তাঁর কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। বৈদিক শাস্ত্রমতে, শনিদেবের চারটি পা আছে। সোনা, রূপো, তামা ও লোহার। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে যাতায়াত করেন ৷ শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র, দ্বিতীয় শনি, পঞ্চম ও নবম ঘরে থাকেন ৷

Advertisement
নতুন বছরে রূপোর পায়ে চলবেন শনি, ২০২৭ পর্যন্ত ৩ রাশির অচ্ছে দিনআগামী বছর শনিদেব হাঁটবেন রূপোর পায়ে
হাইলাইটস
  • শাস্ত্রে শনিদেবকে ক্রুর গ্রহ বলেই বিবেচিত করা হয়। শনি ব্যক্তিকে তাঁর কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন।

শাস্ত্রে শনিদেবকে ক্রুর গ্রহ বলেই বিবেচিত করা হয়। শনি ব্যক্তিকে তাঁর কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। বৈদিক শাস্ত্রমতে, শনিদেবের চারটি পা আছে। সোনা, রূপো, তামা ও লোহার। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে যাতায়াত করেন ৷ শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র, দ্বিতীয় শনি, পঞ্চম ও নবম ঘরে থাকেন ৷ তখনই শনি রুপোর পায়ে থাকেন ৷ শনির রুপোর পা জাতক-জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি ও সুখ নিয়ে আসে ৷ ২০২৫-এ শনি রুপোর পা ধারণ করে মীনে প্রবেশ করবেন ৷ এই সংযোগ ২০২৭ পর্যন্ত থাকবে ৷ এর প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে সমান তালে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জীবনে বড় প্রভাব বিস্তার করবে ৷

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের রুপোর পা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ প্রচুর ধন দৌলতের সঙ্গে টাকার পাহাড় থাকবে জাতক-জাতিকাদের জন্য। হঠাৎ করে মোটা টাকা পাবেন জাতক-জাতিকারা। যাঁরা সঠিক দিশায় চলছেন তাঁদের জন্য অত্যন্ত ভাল পরিস্থিতি আসতে চলেছে। বেশ কয়েকটি মামলায় সাফল্য পাবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শনির রুপোর পা বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে ৷ জাতক-জাতিকাদের পারিবারিক জীবন ভাল থাকবে। আয় বৃদ্ধি হতে চলেছে ৷ ফলে হাতে টাকা পয়সা আসতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ নতুন বাড়ি গাড়ি পৈতৃক সম্পত্তি পাবেন। বাড়ি, গাড়িও পেতে পারেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির রুপোর পা বিশাল উন্নতি করবে। সব মিলিয়ে এবার টাকা পয়সা হাতে পাবেন ৷ চাকরিতে পদোন্নতি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল খবর আসতে চলেছে ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে। ২০২৭ পর্যন্ত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময় নিয়ে আসতে চলেছে। এই সময়ে পরিশ্রমের সঠিক মূল্য পাবেন ৷ কর্মক্ষেত্রে উন্নতি, জীবনে আসবে সাফল্য ৷ জীবনে বড়সড় প্রভাব আসবে।

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

POST A COMMENT
Advertisement