Shani Gochar 2025: গুরুর ঘরে শনির এন্ট্রি, অক্টোবরেই ৩ রাশির বেতন বাড়বে

Shani Gochar 2025: বর্তমানে শনি রয়েছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে আর ২০২৫ সালের অক্টোবরে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে প্রবেশ করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ধর্ম ও পুজোপাঠের কারক বলে বিবেচিত হন আর শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের কারক বলা হয়ে থাকে।

Advertisement
গুরুর ঘরে শনির এন্ট্রি, অক্টোবরেই ৩ রাশির বেতন বাড়বেশনির গোচর অক্টোবরে
হাইলাইটস
  • বর্তমানে শনি রয়েছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে আর ২০২৫ সালের অক্টোবরে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে প্রবেশ করবে।

বর্তমানে শনি রয়েছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে আর ২০২৫ সালের অক্টোবরে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে প্রবেশ করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ধর্ম ও পুজোপাঠের কারক বলে বিবেচিত হন আর শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের কারক বলা হয়ে থাকে। গুরুর নক্ষত্রে শনির প্রবেশ কিছু রাশির ক্ষেত্রে বড় লাভ হতে পারে। রাশিচক্রের ৩ রাশি এই সময় ধনলাভ করবে, পদ বাড়বে ও সম্মান বৃদ্ধি হবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যময় রাশি কারা। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই শনির নক্ষত্র পরিবর্তন সুখের রাস্তা খুলে দেবে। আয় বৃদ্ধি হবে এরই সঙ্গে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। চাকরি যারা করছেন তাদের পদোন্নতি হবে। জাতকদের কাজের প্রশংসা করা হবে, যার কারণে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসা যারা করছেন তাদের বড় চুক্তি হাতে আসতে পারে। আর্থিকভাবে জাতকদের অবস্থান দৃঢ় হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শনির গুরু নক্ষত্রে এন্ট্রি শুভ ফল দেবে। বিদেশ সফরে যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকরিতে ভাল সুযোগ হাতে আসতে পারে। রোজগারের খোঁজ এবার সম্পূর্ণ হবে, জাতকদের উত্তম সুযোগ হাতে আসবে। জাতকদের সৃজনশীল কাজ থেকে ভাল লাভ হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে কাজ যারা করে, তাদের পদোন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য শনির এই নক্ষত্র গোচর আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি করবে এই রাশির জাতকদের। জাতকেরা পরিশ্রমের ফল পাবেন। উচ্চ শিক্ষায় বিশেষ উপলব্ধি অর্জন করবেন। বৈবাহিক জীবন সুখের হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। ভাই-বোনের মধ্যে মিলমিশ বাড়বে। পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। আচমকা অর্থলাভ হতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement

POST A COMMENT
Advertisement