Shani Horoscope 2025: দোলের আগেই শনির খেলা ঘুরবে, ৩ রাশির সব ইচ্ছে পূরণ করবেন বড়বাবা

Shani Horoscope 2025: কর্মফলদাতা শনিকে শক্তিশালী গ্রহদের মধ্যে অন্যতম বলে মানা হয়ে থাকে। শনি একটা রাশিতে সবচেয়ে দীর্ঘদিন থাকে যার কারণে সেটার প্রভাব প্রত্যেক রাশির ওপর দীর্ঘদিন ধরে থাকে। শনি নিশ্চিত সময়ের পর রাশি ও নক্ষত্র বদল করে থাকে। শনি এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছেন।

Advertisement
দোলের আগেই শনির খেলা ঘুরবে, ৩ রাশির সব ইচ্ছে পূরণ করবেন বড়বাবাশনিদেবের নক্ষত্র বদল
হাইলাইটস
  • কর্মফলদাতা শনিকে শক্তিশালী গ্রহদের মধ্যে অন্যতম বলে মানা হয়ে থাকে।

কর্মফলদাতা শনিকে শক্তিশালী গ্রহদের মধ্যে অন্যতম বলে মানা হয়ে থাকে। শনি একটা রাশিতে সবচেয়ে দীর্ঘদিন থাকে যার কারণে সেটার প্রভাব প্রত্যেক রাশির ওপর দীর্ঘদিন ধরে থাকে। শনি নিশ্চিত সময়ের পর রাশি ও নক্ষত্র বদল করে থাকে। শনি এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছেন। দোলের আগেই ২ মার্চ এই নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করে যাবে। যার প্রভাব ১২টি রাশির ওপর কোনও না কোনও ভাবে প্রভাব ফেলবে। তবে ৩ রাশির বাম্পার লাভ হতে চলেছে। ২৭ বছর পর পূর্বভাদ্রপদ নক্ষত্রে আসার ফলে কিছু রাশির ভাগ্য চমকাবে। আসুন সেই রাশি কারা জেনে নিন। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য শনির পূর্বভাদ্রপদের তৃতীয় পদে যাওয়া লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের খুব দ্রুত আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে উন্নতি হবে। নতুন চাকরি করতে করতেই স্থান পরিবর্তন করবেন। জীবনে সুখ আসবে। আপনি যদি কোনও কাজ ধৈর্য্য সহকারে করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। 

কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য শির নক্ষত্র পদ পরিবর্তন অনুকল প্রমাণিত হবে। এই রাশির জাতকদের আত্ম উপলব্ধি হবে, যেটার ফলে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। আপনার কথা আরও মধুর হবে, যার ফলে অন্যদের মধ্যে আপনাকে নিয়ে আলোচনা হবে। বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য নিয়ে মনোযোগ দেওয়া দরকার। অপ্রয়োজনীয় খরচ বিরক্ত করতে পারে। তাই বুঝেসুঝে খরচ করুন। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শনির পূর্বভাদ্রপদের তৃতীয় ঘরে যাওয়া শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের কাজের প্রশংসা করা হবে। মান-সম্মান বাড়বে। প্রশাসন, রাজনীতির সঙ্গে যুক্ত জাতকদের বেশ লাভ হবে। আধ্যাত্মিক কাজে ঝুঁকি বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে অনেক ক্ষেত্রে সফলতা পাবেন। 

POST A COMMENT
Advertisement