Shani Gochar: রুপোর পয়ে হেঁটে শনি আনবেন 'গোল্ডেন টাইম', বড়ঠাকুর দেবেন ৩ রাশিকে বিলাসবহুল জীবন

Shani Gochar: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজের নিজের মাহাত্ম্য রয়েছে। এদেরই মধ্যে অন্যতম হল শনি, যাকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। শনি প্রত্যেক আড়াই বছর পর রাশি পরিবর্তন করে থাকে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। এর পাশাপাশি শনি সোনা, রুপো, তামা অথবা লোহার পায়ে ভ্রমণ করে প্রবেশ করে।

Advertisement
রুপোর পয়ে হেঁটে শনি আনবেন 'গোল্ডেন টাইম', বড়ঠাকুর দেবেন ৩ রাশিকে বিলাসবহুল জীবনশনিদেবের গোচর
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজের নিজের মাহাত্ম্য রয়েছে।

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক গ্রহের নিজের নিজের মাহাত্ম্য রয়েছে। এদেরই মধ্যে অন্যতম হল শনি, যাকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। শনি প্রত্যেক আড়াই বছর পর রাশি পরিবর্তন করে থাকে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। এর পাশাপাশি শনি সোনা, রুপো, তামা অথবা লোহার পায়ে ভ্রমণ করে প্রবেশ করে। ২৯ মার্চ ন্যায়ের দেবতা শনি গুরুর রাশি মীনে প্রবেশ করবে। এরই মধ্যে কিছু রাশিতে শনি রুপোর পা নিয়ে এন্ট্রি করতে চলেছে। যার ফলে সেই রাশিদের দারুণ সময় আসছে। শনি ২৯ মার্চ রাত ১১টার সময় মীন রাশিতে প্রবেশ করবে। যে সব রাশিতে শনি ২,৫ ও ৯-এর ঘরে থাকে, সেখানে শনি রুপোর পায়ে প্রবেশ করে। এই রাশিদের বাম্পার লাভ হয়। 

কর্কট রাশি
চন্দ্রমার রাশি কর্কটে ন্যায়ের দেবতা শনি রুপোর পায়ে এন্ট্রি নেবে। মীন রাশিতে প্রবেশ করতেই এই রাশির ভাগ্য বদলাবে বড়ঠাকুর। প্রত্যেক ক্ষেত্রে এঁরা সফল হবেন। আপনার জীবনে চলা চ্যালেঞ্জ শেষ হতে চলেছে। চাকরি ও ব্যবসায় লাভ হবে। পরিশ্রমের ফল এখনই পাবেন। শনিদেবের কৃপায় এই রাশির জাতকদের মানসিক ও শারীরিক অশান্তি থেকে মুক্তি লাভ হবে। আপনার কাজ দেখার পর আপনার বস কোনও বড় দায়িত্ব দিতে পারেন। উচ্চ শিক্ষা অর্জনের জন্য সফল হবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় লাভের যোগ তৈরি হচ্ছে। 

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্য শনির গুরুর রাশিতে প্রবেশ অনেক সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। চাকুরিজীবী জাতকদের ওপর শনির বিশেষ কৃপা হবে। যার ফলে আপনার বেশ লাভ হতে চলেছে। আকস্মিক অর্থলাভ হওয়ার যোগ রয়েছে। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্য শনির মীন রাশিতে প্রবেশ লাভদায়ক প্রমাণিত হবে। সব ক্ষেত্রে লাভবান হবেন। জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা শেষ হবে। নিজের দিকে মনোযোগ দেবেন, এতে আপনার মধ্যে কিছু পরিবর্তন নিজেই দেখতে পারবেন। এর পাশাপাশি চাকুরিজীবীদের পদোন্নতি হবে, উন্নতির সঙ্গে বেতনও বাড়বে। গাড়ি, সম্পত্তি এগুলো কিনতে পারেন। 

Advertisement

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

  

POST A COMMENT
Advertisement