২৭ মে শনি জয়ন্তীর উৎসব পালন করা হবে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় এই শনি জয়ন্তী পালন করা হয়। শনি সব গ্রহেদর থেকে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহদের মধ্যে একটি। শনির অবস্থান পরিবর্তনে জাতকদের জীবনে শুভ-অশুভ প্রভাব বেশিদিন পর্যন্ত থাকে। শনির কিছু শক্তিশালী রাশিও রয়েছে। আসুন জেনে নিই শনির সবচেয়ে শক্তিশালী রাশি কোনটা।
শনির সবচেয়ে শক্তিশালী রাশি হল মকর ও কুম্ভ। মকর রাশির জন্য শনি ধন ও সমৃদ্ধি দেয় আর কুম্ভ রাশিকে জ্ঞান ও আধ্যাত্মিকতা দান করে।
মকর রাশি
মকর রাশি পৃথিবীর রাশি আর এই রাশির অধিপতি হল শনি। এই রাশিচক্র শনি ও বুধ উভয়ের দ্বারা প্রভাবিত। বুধ মকর রাশির জাতকদের আরও বুদ্ধিমান করে তোলে। এই রাশি সরাসরি কেরিয়ার ও কাজকে প্রাভাবিত করে। শনি এঁদের সব রকম সুযোগ-সুবিধে দিয়ে থাকেন। এঁরা সব কাজে সাফল্য পান। শনির সাড়ে সাতি ও ধাইয়াতেও এঁদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। শনির প্রভাব এঁদের উপর ভালো ভাবে পড়ে। এছাড়াও এই রাশির দুর্বলতা হল এঁদের অহংকার।
কুম্ভ রাশি
শনির দ্বিতীয় শক্তিশালী রাশি হল কুম্ভ রাশি। শনি এই রাশির জাতকদের খুবই পছন্দ করেন। এঁদের জীবন শুধুই শনির ওপর নির্ভরশীল। শনির কৃপায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং শিল্পের গুণাবলী থাকে। এই ব্যক্তিরা সমাজের একটি বৃহৎ অংশকে সরাসরি প্রাভাবিত করে। শনির কৃপায় কুম্ভ রাশির জাতকরা যেমন পরিশ্রমী, তেমনই সবার সঙ্গে সহজে মেলামেশা করতে পারেন। এঁরা পরিশ্রমী ও বুদ্ধিমান। শনির সুপ্রভাবে সহজে সম্পদ, সমৃদ্ধি ও সাফল্য লাভ করেন এঁরা।