Surya Horoscope 2024: পুত্রের নক্ষত্রে প্রবেশ সূর্যের, শত্রু গ্রহদের মিলনে ৩ রাশির কেরিয়ারে টার্নিং পয়েন্ট

Surya Horoscope 2024: বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়-সময়ে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে থাকে আর যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন মঙ্গলবার ১৯ নভেম্বর, ২০২৪-এ সূর্যদেব বিকেল ৩টে বেজে ৩ মিনিটে বিশাখা নক্ষত্র থেকে বের হয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে।

Advertisement
পুত্রের নক্ষত্রে প্রবেশ সূর্যের, শত্রু গ্রহদের মিলনে ৩ রাশির কেরিয়ারে টার্নিং পয়েন্টসূর্যের গোচরে লাভবান ৩ রাশি
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়-সময়ে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে থাকে আর যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়।

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়-সময়ে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে থাকে আর যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন মঙ্গলবার ১৯ নভেম্বর, ২০২৪-এ সূর্যদেব বিকেল ৩টে বেজে ৩ মিনিটে বিশাখা নক্ষত্র থেকে বের হয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্রের স্বামী গ্রহ সূর্যদেবের পুত্র শনিদেব। তাই শনিদেবের নক্ষত্রে সূর্যদেবের প্রবেশ কিছু রাশির ক্ষেত্রে ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশিদের আকস্মিক অর্থলাভ হবে এবং উন্নতি হবে। আসুন জেনে নিই সেইসব রাশিরা কারা। 

মেষ রাশি
আপনাদের জন্য সূর্যদেবের নক্ষত্র পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে। এই সময় আপনার আয় বাড়তে পারে। আয়ের নতুন রাস্তা খুলতে চলেছে। বেতন বাড়তে চলেছে। চাকরিতে পদোন্নতির সঙ্গে প্রমোশনের যোগ রয়েছে। বস ও আধিকারিকরা আপনার কাজে প্রসন্ন হবে। কর্মক্ষেত্রে সম্মান পাওয়া যাবে। বিনিয়োগে লাভ হবে। সন্তানের পক্ষ থেকে কোনও সুসংবাদ পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার মান-সম্মানও প্রাপ্তি হবে। 

মকর রাশি
সূর্যদেবের শনি নক্ষত্রে প্রবেশ আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই সময় আপনার আকস্মিক অর্থলাভ হবে। ব্যবসায়ীদের ব্যবসার চুক্তি চূড়ান্ত হবে। চাকুরিজীবিদের কাঁধে নতুন দায়িত্ব আসতে চলেছে। জুনিয়র ও সিনিয়রদের সঙ্গ পাবেন। স্বাস্থ্য ভাল যাবে। আপনি সামাজিক গতিবিধিতে যোগ দিতে পারবেন। কথাবার্তা আরও ভাল হবে। অন্যরা ইমপ্রেস হবে কথাবার্তায়। 

তুলা রাশি
আপনাদের জন্য সূর্যের গোচর লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি হবে। এর সঙ্গে আয় বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে উপার্জনও বাড়বে। আপনার জীবনযাপনের লেবেলও বাড়বে। এই সময় আপনি কোনও গাড়ি বা বাড়ি কিনতে পারবেন। আপনি দেশ-বিদেশের যাত্রা করতে পারবেন। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। সব ইচ্ছা এই সময় পূরণ হবে। এই সময় আপনার পরিকল্পিত যোজনা পূরণ হতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement

POST A COMMENT
Advertisement