April Lucky Rashi: শনি-মঙ্গলের চোখাচুখি, ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স হু হু করে বাড়বে

April Lucky Rashi: কর্মফলদাতা শনি এই সময় মীন রাশিতে বিরাজামান। ৩০ বছর পর মীন রাশিতে শনি এসে বেশ কিছু রাশিকে সাড়েসাতি ও ঢাইয়া থেকে মুক্তি দিয়েছে। আবার কিছু রাশির ওপর শনির দশা শুরু হয়ে গিয়েছে। জেনে রাখুন, শনি মীন রাশিতে থেকে কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি বা দৃষ্টি দিচ্ছে, যার ফলে অনেক রাজযোগের সৃষ্টি হবে।

Advertisement
শনি-মঙ্গলের চোখাচুখি, ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স হু হু করে বাড়বে নবপঞ্চম রাজযোগ
হাইলাইটস
  • কর্মফলদাতা শনি এই সময় মীন রাশিতে বিরাজামান।

কর্মফলদাতা শনি এই সময় মীন রাশিতে বিরাজামান। ৩০ বছর পর মীন রাশিতে শনি এসে বেশ কিছু রাশিকে সাড়েসাতি ও ঢাইয়া থেকে মুক্তি দিয়েছে। আবার কিছু রাশির ওপর শনির দশা শুরু হয়ে গিয়েছে। জেনে রাখুন, শনি মীন রাশিতে থেকে কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি বা দৃষ্টি দিচ্ছে, যার ফলে অনেক রাজযোগের সৃষ্টি হবে। এরকমই ৫ এপ্রিল শনি মঙ্গলের সঙ্গে ১২০ ডিগ্রিতে থাকবেন, যার ফলে নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে। এই রাজযোগ তৈরি হওয়ায় কিছু রাশির জাতকদের বিশেষ লাভ পেতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই ৩ ভাগ্যবান রাশি কারা।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গল ও শনি যখন একে-অপরের নবম ও পঞ্চম ঘরে অর্থাৎ ১২০ ডিগ্রিতে থাকে, তখন নবপঞ্চম রাজযোগের সৃষ্টি হয়। ৫ এপ্রিল সকাল ৬টা ৩১ মিনিটে নবপঞ্চম রাজযোগের নির্মাণ হবে। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ বেশ লাভদায়ক প্রমাণিত হবে। প্রত্যেক ক্ষেত্রে এরা সফলতা পাবেন। অর্থলাভও হবে। সমাজে মান-সম্মান খুব দ্রুত বৃদ্ধি পাহে। এর সঙ্গে আপনার বেশ লাভও হবে। পরিবারে চলা সমস্যা এবার সমাপ্ত হবে। এর সঙ্গে জীবনে সুখ ও আনন্দ আসবে। 

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ অনুকূল থাকবে। চাকুরিজীবীদের খুব লাভ হবে। বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। এরকম অবস্থায় আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকতে পারবেন। ব্যবসায় আপনি খুব লাভ পেতে পারেন। আপনি ব্যবসায় আপনার কৌশল কাজে লাগিয়ে সফল হবেন। জাগতিক সুখের প্রাপ্তি হবে। সৌভাগ্য বজায় থাকবে। 

তুলা রাশি
এই রাশিতে মঙ্গল ও শনির তৈরি নবপঞ্চম রাজযোগ বেশ শুভ প্রমাণিত হবে। পরিবারের মধ্যে চলা সমস্যা এবার শেষ হবে। এর সঙ্গে আপনার সব কঠিনতা দূর হবে। শনির কৃপায় আত্মবিশ্বাস বাড়বে। প্রতিযোগী পরীক্ষার্থীরা সরকারি চাকরির পরীক্ষায় সফল হবেন। আইনি মামলাতেও সফলতা পেতে পারেন। প্রেমের জীবন ভাল হবে। অর্থ-সম্পত্তির বিষয়ে লাভবান হবেন। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement