বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর ও নিজের শত্রু-মিত্র গ্রহদের সঙ্গে যুতি তৈরি করে। যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে মঙ্গল ও শনির যুতিতে পডাষ্টক যোগ তৈরি হতে চলেছে। এই যোগের নির্মাণ ৩০ বছর পর তৈরি হচ্ছে। এর প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা গেলেও এন ৩ রাশি রয়েছে যাদের এই সময় সাবধানে থাকতে হবে। জেনে নিন সেই রাশিরা কারা।
কর্কট রাশি
আপনাদের জন্য পডাষ্টক যোগ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। কারণ আপনার রাশিতেই মঙ্গল বিরাজ করছে। এই সময় আপনার আর্থিক সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। টাকা আদান-প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। এই যোগ চলাকালীন কাউকে ধার দেবেন না, নয়তো সেই টাকা ফেরত পাবেন না। অপ্রয়োজনীয় খরচ হতে পারে। বিনিয়োগ থেকেও দূরে থাকুন।
সিংহ রাশি
শনি ও মঙ্গলের যুতি সিংহ রাশির জাতকদের জন্য প্রতিকূল প্রমাণিত হবে। এই সময় আপনার কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে শত্রুরা সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে। এই যোগের সময় কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন নয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। জমি-সম্পত্তিতেও অর্থ ঢালবেন না। চাকুরীজীবিদের কাজের জায়গায় সাবধানে থাকতে হবে। গাড়ি বা বাইক সাবধানে চালাবেন।
ধনু রাশি
আপনাদের জন্য পডাষ্টক যোগ বেশ ক্ষতি করবে। এই সময় আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নয়তো অশান্তি হতে পারে। গাড়ি-বাইক সাবধানে চালান এই সময়। কারণ দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য খারাপ হতে পারে। আর্থিক লোকসান হবে। ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় সাবধান থাকুন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে, যার ফলে বাজেট বিগড়ে যেতে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)