Shani Dev Effect: ২৪ ঘণ্টায় শনি বদলাবে তাঁর অবস্থান, ৫ রাশি আর্থিক সমস্যায় জেরবার হবেন

Shani Dev Effect: ন্যায়ের দেবতা শনি সেইসব রাশির ওপর বিশেষ নজর দেন যাদের ওপর শনির সাড়ে সাতি ও ঢাইয়া চলছে। এই সময় ৩ রাশির ওপর শনির সাড়ে সাতি ও ২ রাশির ওপর ঢাইয়ার প্রভাব আছে। ১৮ অগাস্ট শনি নক্ষত্র পরিবর্তন করবে আর উত্তরাভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে প্রবেশ করবে।

Advertisement
২৪ ঘণ্টায় শনি বদলাবে তাঁর অবস্থান, ৫ রাশি আর্থিক সমস্যায় জেরবার হবেনশনিদেবের নক্ষত্র গোচর
হাইলাইটস
  • ন্যায়ের দেবতা শনি সেইসব রাশির ওপর বিশেষ নজর দেন যাদের ওপর শনির সাড়ে সাতি ও ঢাইয়া চলছে।

ন্যায়ের দেবতা শনি সেইসব রাশির ওপর বিশেষ নজর দেন যাদের ওপর শনির সাড়ে সাতি ও ঢাইয়া চলছে। এই সময় ৩ রাশির ওপর শনির সাড়ে সাতি ও ২ রাশির ওপর ঢাইয়ার প্রভাব আছে। ১৮ অগাস্ট শনি নক্ষত্র পরিবর্তন করবে আর উত্তরাভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে প্রবেশ করবে। যার বড় প্রভাব এই ৫ রাশির জাবনের ওপর পড়তে দেখা দেবে। আসুন সেই রাশি কারা জেনে নিন। 

মেষ রাশি
মেষ রাশির ওপর মার্চের শেষ থেকে শনির সাড়ে সাতি শুরু হয়েছে। আর এই সাড়ে সাতির প্রথম চরণ। এই জাতকদের কেরিয়ারে একাধিক চ্যালেঞ্জ আসবে। সম্পর্কে সমস্যা বাড়তে পারে। হঠাৎ করে খরচ বেড়ে যাবে। আর্থিক অবস্থান আরও দুর্বল হব। ধৈর্য্য রাখুন এই সময়। 

সিংহ রাশি
সিংহ রাশির ওপর এখন শনির ঢাইয়া চলতে শুরু করেছে। কোনও অনৈতিক কাজ করবেন না। নয়তো ফেঁসে যেতে পারেন। শনির নক্ষত্র পরিবর্তন অসুস্থতা থেকে মুক্তি দেবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের ওপর শনির নক্ষত্র পরিবর্তন খুব বেশি সমস্যায় ফেলবে না। এই জাতকেরা কাজ ও আরাম-বিলাসিতার মধ্যে ভাল ব্যালেন্স রেখে চলতে পারবেন। সময় ভাল চললেও কারোর না কারোর সঙ্গে বিবাদ হতে পারে এই সময়। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর শনির সাড়ে সাতির শেষ চরণ চলছে। এই রাশির জাতকেরা নিজের কাজ ও দায়িত্ব-কর্তব্যকে হেলাফেলা করবেন না। নয়তো সমস্যা হতে পারে। বাজেট বানিয়েই খরচ করুন। শৃঙ্খলার মধ্যে থাকুন। পরিশ্রম করলে ফল অবশ্যই পাবেন। 

মীন রাশি
মীন রাশির ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে। যেটা সবচেয়ে কষ্টদায়ক। এই সময় শৃঙ্খলাপরায়ন থাকুন। ছোট কোনও সমস্যা বড় কোনও অশান্তি ডেকে আনবে। দায়িত্বের বোঝা বাড়তে পারে। প্রাণায়াম করুন, স্বস্তি পাবেন। 

POST A COMMENT
Advertisement