Shani Dev Effect: মার্চেই শনির সাড়েসাতি-ঢাইয়া, কাঁদতে কাঁদতে দিন কাটবে ৫ রাশির

Shani Dev Effect: ন্যায় ও কর্মফলের দেবতা বলা হয়ে থাকে শনিদেবকে। শনি ব্যক্তির কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। মার্চ মাস পড়তেই শনির দশা থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। ২৯ মার্চ ২০২৫-এ রাত ১১টা ১ মিনিটে কুম্ভ রাশি থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে।

Advertisement
মার্চেই শনির সাড়েসাতি-ঢাইয়া, কাঁদতে কাঁদতে দিন কাটবে ৫ রাশির শনিদেব ছবি সৌজন্যে-কৃত্রিম বুদ্ধিমত্তা
হাইলাইটস
  • ন্যায় ও কর্মফলের দেবতা বলা হয়ে থাকে শনিদেবকে।

ন্যায় ও কর্মফলের দেবতা বলা হয়ে থাকে শনিদেবকে। শনি ব্যক্তির কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। মার্চ মাস পড়তেই শনির দশা থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। ২৯ মার্চ ২০২৫-এ রাত ১১টা ১ মিনিটে কুম্ভ রাশি থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির ওপর শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাব দেখা দেবে। আসুন দেখে নিই কাদের শনির দশা শুরু হবে এবং কারা মুক্তি পাবে।

শনির সাড়েসাতি শুরু হবে এই ৪ রাশির ওপর। 

মেষ রাশি
শনি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মেষ রাশির ওপর শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হবে। এই প্রভাব চলবে ২৯ মার্চ ২০২৫ থেকে ৩১ মার্চ ২০৩২ পর্যন্ত। এই সময়কালে মেষ রাশিকে সামলে চলতে হবে। বিশেষ করে আর্থিক বিষয়ে সাবধান হতে হবে। সাড়েসাতির প্রথম চরণে শনিদেব অর্থক্ষেত্রে প্রভাব ফেলবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির সাড়েসাতি জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। ১৭ জানুয়ারি ২০২৪ থেকে সাড়েসাতি শুরু হয়ে গিয়েছে, যা চলবে ৩ জুন ২০২৭ পর্যন্ত। এই রাশির ওপর সাড়েসাতির দ্বিতীয় চরণ চলছে। পারিবারিক জীবনে সংযমের সঙ্গে কাজ করতে হবে। শনির সাড়েসাতির দ্বিতীয় চরণ পরিবারের ওপর প্রভাব ফেলে। ২৩ ফেব্রুয়ারি ২০২৮ সালে এই সাড়েসাতি শেষ হবে কুম্ভ রাশিতে।   

মীন রাশি
মীন রাশিতে সাড়েসাতির প্রভাব থাকবে। এই রাশির ওপর সাড়েসাতির প্রভাব ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত থাকবে। এরপর দ্বিতীয় চরণ শুরু হবে। এই বছরে আর্থিক দিক ও পারিবারিক জীবনের ওপর মনোযোগ দেওয়া দরকার। এই রাশির ওপর শনির সাড়েসাতির প্রভাব ৭ এপ্রিল ২০৩০ সাল পর্যন্ত থাকবে। 

মকর রাশি
শনিদেব মার্চ পর্যন্ত নিজের রাশিতে থাকবে তাই মকর রাশির ওপর সাড়েসাতির প্রভাব ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত থাকবে। সাড়েসাতির তৃতীয় অর্থাৎ শেষ চরণ চলছে। তৃতীয় চরণে সাড়েসাতির প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যায়। তাই মার্চ পর্যন্ত স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দিন।

Advertisement

শনির ঢাইয়া শুরু কাদের ওপর
কর্কট রাশি

শনির মার্চে রাশি পরিবর্তন কর্কট রাশির ওপর ঢাইয়ার প্রভাব ২৯ মার্চ ২০২৫ সাল পর্যন্ত থাকবে। এরা ঢাইয়া থেকে মুক্তি পাবেন। 

বৃশ্চিক রাশি
শনির ঢাইয়া বৃশ্চিক রাশির ওপর ২৯ মার্চ ২০২৫ সাল পর্যন্ত থাকবে। কর্কট ও বৃশ্চিকের ওপর শনির ঢাইয়া ১৭ জানুয়ারি ২০২৩ সাল থেকে লেগেছিল। এই দুই রাশি মার্চেই শনির ঢাইয়া মুক্ত হবে। 

সিংহ ও ধুন রাশি
শনির মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সিংহ ও ধনু রাশির ওপর ঢাইয়ার প্রভাব শুরু। যা আড়াই বছর পর্যন্ত চলবে। মার্চ থেকে এই দুই রাশিকেই সাবধানে চলতে হবে।  

 

POST A COMMENT
Advertisement