Shani Horoscope 2025: নতুন বছরে শনি খেলা ঘোরাবে, ২০২৫ থেকে কাদের শুরু সাড়েসাতি?

Shani Horoscope 2025: জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। কারণ শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরগতিতে বিচরণ করে থাকে। ২০২৪ সালজুড়ে শনি কুম্ভ রাশিতে বিরাজ করবে। ২০২৫-এ রাশি পরিবর্তন করবে এই গ্রহ।

Advertisement
নতুন বছরে শনি খেলা ঘোরাবে, ২০২৫ থেকে কাদের শুরু সাড়েসাতি?শনির দশা শুরু হবে কাদের ওপর?
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে।

জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। কারণ শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরগতিতে বিচরণ করে থাকে। ২০২৪ সালজুড়ে শনি কুম্ভ রাশিতে বিরাজ করবে। ২০২৫-এ রাশি পরিবর্তন করবে এই গ্রহ।  এ বছর কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে শনি। জ্যোতিষ অনুযায়ী শনির রাশি পরিবর্তনের ফলে তিন রাশির জীবনে সাড়েসাতি শুরু হবে। যার ফলে ২০২৫ থেকে সাড়ে সাত বছর পর্যন্ত নানান ওঠাপড়ার মধ্য দিয়ে ব্যক্তিকে সময় কাটাতে হবে। শনিক সাড়েসাতি কী, কোন কোন রাশির জীবনে এই দশার সূচনা হবে জেনে নিন। 

শনির সাড়েসাতি
শনির আড়াই বছর পর্যন্ত একটি রাশিতে বিরাজ করে। শনি যখন লগ্ন স্থান থেকে দ্বাদশ স্থানে প্রবেশ করে, তখন সেই রাশির আগের ও পরের রাশির মধ্যে দিয়ে নিজের সময় চক্র পূরণ করে। এই সময়চক্র সাড়ে সাত বছরের হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রে এই সময় চক্রই সাড়েসাতি নামে পরিচিত। ২০২৫-এ কোন কোন রাশির ওপর শনির সাড়েসাতি থাকবে জেনে নিন।

মেষ রাশি
২০২৫ সালে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন মেষ রাশির জাতকদের জীবনে সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে। এর ফলে মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি দুর্বল হতে শুরু করবে। আয় বাড়বে না তবে ক্রমশ ব্যয় বৃদ্ধি হতে থাকবে। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে। এ ছাড়াও শারীরিক সমস্যা লেগে থাকবে। হাড়ের রোগ সম্ভব। কোনও গভীর আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্যের অভাব দেখা দেবে। পারিবারিক জীবনে অবসাদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
২০২৫ সালের ২৯ মার্চ থেকে কুম্ভ রাশির জাতকদের জীবনে সাড়েসাতির শেষ পর্যায় শুরু হবে। এই রাশির জাতকদের আর্থিক সমস্যার মোকাবিলা করতে হবে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা রয়েছে। কঠিন পরিশ্রম সত্ত্বেও পরিশ্রমের ফল পাবেন না। আবার চাকরিজীবী জাতকদের সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। আবার এই রাশির ব্যবসায়ীদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। প্রেম জীবনে বিভ্রান্তি দেখা দিতে পারে। এই রাশির জাতকরা নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করবে। যার ফলে ব্যয়ের অতিরিক্ত বোঝা আপনার কাঁধে চাপবে।

Advertisement

মীন রাশি
২০২৫ থেকে মীন রাশির জাতকদের জীবনে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে। আর্থিক সমস্যা দেখা দেবে। এই রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল হবে। উল্লেখ্য অসুস্থতার জন্য মীন রাশির জাতকদের মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা উৎপন্ন হবে। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের সময় এই প্রভাব পরিলক্ষিত হবে। আর্থিক ক্রমশ দুর্বল হবে। আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লোকসান হবে। এ ছাড়াও মীন রাশির যে জাতকরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা বহু চেষ্টার পরও সাফল্য লাভ করতে পারবেন না। আঘাত, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা হতে পারে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 


 

POST A COMMENT
Advertisement