Shani Shukra Yuti: শনি-শুক্র এবার মুখোমুখি, দশমীর পর থেকেই ৩ রাশির জীবনে টাকার বৃষ্টি

Shani Shukra Yuti: জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মানা হয়ে থাকে, যিনি ব্যক্তিতে তাঁর কর্ম অনুসারে ফল প্রদান করে। এই সময় শনি মীন রাশিতে বক্রী অবস্থায় বিরাজ করছে আর ২০২৭ সালের জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় শনি সময়ে সময়ে দ্বিতীয় গ্রহের সঙ্গে যুতি ও দৃষ্টি বানিয়ে শুভ ও অশুভ যোগের নির্মাণ করে।

Advertisement
শনি-শুক্র এবার মুখোমুখি, দশমীর পর থেকেই ৩ রাশির জীবনে টাকার বৃষ্টিশনি-শুক্রের যুতি
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মানা হয়ে থাকে, যিনি ব্যক্তিতে তাঁর কর্ম অনুসারে ফল প্রদান করে।

জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলে মানা হয়ে থাকে, যিনি ব্যক্তিতে তাঁর কর্ম অনুসারে ফল প্রদান করে। এই সময় শনি মীন রাশিতে বক্রী অবস্থায় বিরাজ করছে আর ২০২৭ সালের জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় শনি সময়ে সময়ে দ্বিতীয় গ্রহের সঙ্গে যুতি ও দৃষ্টি বানিয়ে শুভ ও অশুভ যোগের নির্মাণ করে। জ্যোতিষ অনুসারে, ১১ অক্টোবর শনি ও শুক্র একে-অপরের ১৮০ ডিগ্রিতে থাকবে, যার ফলে প্রতিযুতি যোগের নির্মাণ হবে। এই গোচর কিছু রাশির জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হবে আর এঁদের জীবনে খুশি ও প্রগতির নতুন সুযোগ নিয়ে আসবে। আসুন সেই সৌভাগ্যময় রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই যোগ আর্থিক রূপে খুবই শুভ হতে চলেছে। দূর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ পাবেন। কেরিয়ারে নতুন দায়িত্ব পেতে পারেন। মান-সম্মান ও পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায় এই সময় ভাল লাভের যোগ রয়েছে। এরই সঙ্গে, পরিবারে সুখ-শান্তির পরিবেশ তৈরি হবে। 

বৃষভ রাশি
বৃষভ রাশির জাতকদের জন্য এই যোগ সৌভাগ্য নিয়ে আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে ও জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যার সমাধান পাবেন। পড়ুয়াদের পড়াশোনায় সফলতা মিলবে। বিনিয়োগে ভাল লাভ পাবেন। সম্পর্ক মিষ্টি হবে আর দাম্পত্য জীবনে সুখ আসবে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শুক্র-শনির প্রতিযুতি যোগ বিশেষ রূপে শুভ হতে চলেছে। কারণ এই সময় শনি আপনার রাশিতে বক্রী হবে। আপনার আত্মবল ও ধৈর্য বৃদ্ধি হবে। আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হবে আর কেরিয়ার-ব্যবসায় নতুন উপলব্ধি করতে পারবেন। বিদেশের সঙ্গে যুক্ত কাজ বা সফর থেকে লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন ও সামাজিক মান-সম্মান বাড়বে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

POST A COMMENT
Advertisement