Shukra Gochar: নিজের ঘরেই এন্ট্রি নেবেন শুক্র, অফুরন্ত টাকা সঙ্গে সম্মান পাবেন ৩ রাশি

Shukra Gochar: জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে। যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। এরই সঙ্গে এই পরিবর্তন কারোর জন্য লাভদায়ক হয় আবার কারোর জন্য ক্ষতিকারক হয়ে থাকে।

Advertisement
নিজের ঘরেই এন্ট্রি নেবেন শুক্র, অফুরন্ত টাকা সঙ্গে সম্মান পাবেন ৩ রাশিশুক্রের গোচর
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে।

জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে। যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। এরই সঙ্গে এই পরিবর্তন কারোর জন্য লাভদায়ক হয় আবার কারোর জন্য ক্ষতিকারক হয়ে থাকে। জেনে রাখুন যে বৈভব, ধন ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ নিজের স্বরাশি বৃষে জুন মাসে গোচর করতে চলেছে। যার প্রভাব সব রাশির জাকদের ওপর পড়বে। তবে ৩ রাশি এমন রয়েছে, যাদের শুক্রের গোচরে ধনলাভ ও ভাগ্যোদয় হবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যশীল রাশি কারা। 

কর্কট রাশি
আপনাদের জন্য শুক্র গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। কারণ শুক্র গ্রহ আপনার কোষ্ঠীর আয়ের ঘরে রয়েছে। এইজন্য এই সময় আপনার আয় বাড়বে। এরই সঙ্গে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। বৈবাহিক জীবনে মধুরতা ও ভারসাম্য বজায় থাকবে। বিয়ের জন্য এই সময়কাল খুবই অনুকূল। সন্তান পক্ষের থেকে সুখবর পাবেন। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। 

কুম্ভ রাশি
শুক্র গ্রহের গোচরে কুম্ভ রাশির লোকেদের সময় ভাল যাবে। কারণ এই গ্রহ কোষ্ঠীর চতুর্থ ঘরে থাকবে। এইজন্য এই সময় আপনি জাগতিক সুখ প্রাপ্তি করবেন। এরই সঙ্গে এই সময় আপনি কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। জীবনযাপন আরও ভাল হবে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনা সফল হবে ও বেশ কিছু ক্ষেত্রে সম্মান প্রাপ্তি হবে। আর্থিক পরিকল্পনা সফল হবে। মা-বাবার স্বাস্থ্য শুধরাবে। শ্বশুরবাড়ি থেকে লাভ পাবেন। 

সিংহ রাশি
আপনাদের জন্য শুক্র গ্রহের রাশি পরিবর্তন শুভ ফল দেবে। কারণ শুক্র গ্রহ আপনার রাশির কর্মঘরে গোচর করছে। এইজন্য এই সময় আপনার কাজ-ব্যবসায় বিশেষ উন্নতি দেখা যাবে। এরই সঙ্গে চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় লাভ হবে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। চাকরি ও ব্যবসায় উন্নতি আসবে। বেকার লোকেরা এই সময় চাকরি পেতে পারেন। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

  

POST A COMMENT
Advertisement