বৈদিক জ্যোতিষশাস্ত্রে সব গ্রহের নিজস্ব বিশেষত্ব থাকে। এর মধ্যে শুক্রকে অর্থ প্রদান করা গ্রহ বলে মানা হয়ে থাকে। শুক্র ঐশ্বর্য-বৈভব ও ধন-সম্পদের কারক গ্রহ। তুলা শুক্রের স্বরাশি। শুক্র প্রত্যেক মাসে এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে। বলা হয় যে বছরের যে কোনও সময়ে শুক্র যখনই তার নিজের রাশিতে ফেরৎ যায় তখনই পৃথিবীতে অত্যন্ত শুভ রাজযোগের নির্মাণ হয়। এরকমই শুভ সময় অর্থাৎ সেপ্টেম্বরে আসতে চলেছে। যখন শুক্র তার স্বরাশি তুলাতে প্রবেশ করবে। যার ফলে মালব্য রাজযোগের নির্মাণ হবে। এরই সঙ্গে সূর্য ও বুধের যুতির ফলে বুধাদিত্য রাজযোগও তৈরি হবে। যার ফলে কিছু রাশির জন্য শুভ দিন শুরু হবে। এই শুভ যোগ ৩ রাশির জন্য খুবই অনুকূল বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নিই সেপ্টেম্বরে সেই সৌভাগ্যশালী রাশিরা কারা।
তুলা রাশি
জ্যোতিষ মতে, মালব্য রাজযোগ ও বুধাদিত্য রাজযোগ তৈরি হতেই আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে উন্নতি হবে আর কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেমের জীবন ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে ডেটে যেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে।
কুম্ভ রাশি
শুক্র গ্রহ এক বছর পর নিজের স্বরাশি তুলাতে ফিরেছে যার ফলে আপনার ভাগ্যের তালা খুলবে। আপনার কথার মিষ্টতা জীবনে বড় সফলতা নিয়ে আসবে। ধার্মিক বা আধ্যাত্মিকতার দিকে আপনার জ্ঞান বাড়বে। আপনি পরিবারের সঙ্গে কোনও ধার্মিক স্থানে যেতে পারেন। কোনও পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ হতে পারে। যার বিষয়ে আপনি আগে থেকে ভাবেননি।
মকর রাশি
এই রাশির জাতকদের পোড়া কপাল জাগবে। সেপ্টেম্বরে শুক্র আপনার ওপর প্রসন্ন হবে। জীবনে সফলতা পাবেন। ব্যবসায়িরা বড় সফলতা পাবেন। কাজের ব্যাপারে দীর্ঘ যাত্রায় যেতে পারেন। সেই যাত্রা থেকে লাভবান হবে। পুরনো সম্পর্কের জেরে আপনার কেরিয়ার উচ্চ শিখরে পৌঁছাবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)