সেপ্টেম্বর মাসে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে, যেখানে প্রথম থেকেই কেতু বিরাজ করছে। এরকম অবস্থায় সিংহ রাশিতে শুক্র-কেতুর সংযোগ তৈরি হবে। এই যুতি সব রাশিদের ওপর প্রভাব ফেলবে। তবে এমন ৩ রাশি আছে যারা এই সময় বিশেষভাবে লাভবান হবেন। এই জাতকদের আয় বাড়বে, চাকরিতে নতুন সুযোগ পাবেন এবং হঠাৎ করে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই এই সৌভাগ্যশালী রাশি কারা।
বৃষ রাশি
শুক্র-কেতুর সংযোগ বৃষ রাশির জাতকদের জন্য খুবই ভাল পরিণাম দেবে। এই সময় ঘর-সংসারের সঙ্গে যুক্ত সুখ-সুবিধার প্রাপ্তি হবে। এই সময় গাড়ি কেনার সৌভাগ্য অর্জন করবেন আপনি। দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্য ভাল থাকবে। সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। বন্ধু ও পরিবারের সঙ্গ পাবেন। ব্যবসায় নতুন অংশীদারের সঙ্গে যুক্ত হতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। সামাজিক ক্ষেত্রে বেশি করে অংশ নেবেন। মা-শ্বশুরবাড়ির দিকের সম্পর্ক মজবুত হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শুক্র-কেতুর যুতি খুবই লাভদায়ক প্রমাণিত হবে। হঠাৎ করে অর্থলাভের সম্ভাবনা প্রবল হবে। আপনার ব্যক্তিত্ব ও কথা আরও আকর্ষণীয় হবে। পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। যুবকেরা আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। ব্যবসায়ীদের আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। আপনার কথা বলার ভঙ্গীমা সকলকে প্রাভাবিত করবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুক্র-কেতুর এই সংযোগ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ পাবেন। চাকুরীজীবি মানুষদের মান-সম্মান ও দায়িত্ব বাড়বে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনায় সফলতা পাবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সংবাদমাধ্যম, সিনেমা ও শিল্পর সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই সময়কাল খুবই শুভ।