Shukra Gochar: মাস শেষে শুক্রের বিরাট বদল, ৫ রাশি টাকা রাখার জায়গা পাবেন না

Shukra Gochar: জ্যোতিষে শুক্রকে ধন, ঐশ্বর্য, সাংসারিক সুখ ও প্রেমের কারক বলে মনে করা হয়ে থাকে। শুক্রদেবের কৃপায় কোনও জাতকের সুখ ও সৌভগ্য প্রাপ্ত হয়। যদি কারোর জন্মছকে শুক্র খুবই শুভ অবস্থায় থাকে তাহলে সে জীবনে সব ধরনের সুখ-সম্পদ লাভ করে।

Advertisement
মাস শেষে শুক্রের বিরাট বদল, ৫ রাশি টাকা রাখার জায়গা পাবেন নাশুক্রের নক্ষত্র গোচর
হাইলাইটস
  • জ্যোতিষে শুক্রকে ধন, ঐশ্বর্য, সাংসারিক সুখ ও প্রেমের কারক বলে মনে করা হয়ে থাকে।

জ্যোতিষে শুক্রকে ধন, ঐশ্বর্য, সাংসারিক সুখ ও প্রেমের কারক বলে মনে করা হয়ে থাকে। শুক্রদেবের কৃপায় কোনও জাতকের সুখ ও সৌভগ্য প্রাপ্ত হয়। যদি কারোর জন্মছকে শুক্র খুবই শুভ অবস্থায় থাকে তাহলে সে জীবনে সব ধরনের সুখ-সম্পদ লাভ করে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্র যখনই রাশি বা নক্ষত্র পরিবর্তন করে তার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। শুক্র শুহ শীঘ্রই শনির নক্ষত্রে প্রবেশ করবে। আসুন জেনে নিন শুক্রের নক্ষত্র পরিবর্তন কবে ও কোন রাশির জাতকদের ওপর প্রভাব ফেলবে। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধন-বৈভবের দাতা শুক্র এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চারণ করছেন এবং ২৬ এপ্রিল, শনিবার রাত ১২টা বেজে ২ মিনিটে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এরকম অবস্থায় শুক্রের নক্ষত্র পরিবর্তনে ৫ রাশির ওপর খুবই শুভ ও লাভদায়ক প্রভাব পড়তে চলেছে। 

বৃষ রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের খুবই লাভদায়ক হবে। এই নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাবে দীর্ঘসময় ধরে আটকে থাকা কাজ সফল হবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। চাকুরীজিবী জাতকদের আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। কোনও অন্য উৎস থেকে অর্থলাভ হবে। ব্যবসায় এই সময় জবরদস্ত ধন লাভ হবে। বিদেশি বিনিয়োগ থেকে অর্থলাভ হবে। 

কর্কট রাশি
শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতেই কর্কট রাশির জীবন সামলে যাবে। শুক্রের নক্ষত্র পরিবর্তন হওয়া পর্যন্ত জবরদস্ত লাভ হবে। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। ব্যবসা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ আসবে। জীবনসঙ্গীর ভরপুর সঙ্গ পাবেন। কোনও বিনিয়োগ থেকে বড় লাভ করতে পারেন। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। 

তুলা রাশি
শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতেই তুলা রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। এই সময় আপনার দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারে আপনার প্রভাব বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে আপনার স্বাস্থ্য সমস্যা মিটবে। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। প্রেমের জীবন আরও ভাল হবে। জাগতিক সুখ-সুবিধা, গাড়ি ও বাড়ি কেনার সুখ প্রাপ্ত হবে। 

Advertisement

মকর রাশি
মকর রাশির জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত কল্যাণকারী হতে চলেছে। শুক্রের নক্ষত্র পরিবর্তনের সময় উপার্জনের অনেক সুযোগ আসবে। এই সময় আত্মবিশ্বাস মজবুত হবেয ব্যবসা বাড়ার যোগ রয়েছে। জীবনসঙ্গীর ভরপুর সঙ্গ পাবেন। বিনিয়োগ থেকে অর্থলাভ হবে। চাকুরিজীবীরা অতিরিক্ত অর্থলাভ করতে পারবেন। 

মীন রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তন মীন রাশির জাতকেদর জন্য অনুকূল প্রমাণিত হবে। ব্যবসায়িরা এই সময় ভাল রিটার্ন পাবেন। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও লাভদায়ক যোজনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে বড় উপলব্ধি অর্জন করবেনষ মানসিক অশান্তি দূর হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। নতুন সম্পত্তি পাবেন। 

POST A COMMENT
Advertisement