November Horoscope 2024: মঙ্গলের রাশিতে বুধ-সূর্যের এন্ট্রি, মাস শেষের আগে ৩ রাশি পাবে সুখবরে

November Horoscope 2024: জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময়ে সময়ে শুভ ও রাজযোগ নির্মাণ করে, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন গ্রহের রাজকুমার বুধ গ্রহ ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে আর এর সঙ্গে ১৭ নভেম্বর গ্রহের রাজা সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে।

Advertisement
মঙ্গলের রাশিতে বুধ-সূর্যের এন্ট্রি, মাস শেষের আগে ৩ রাশি পাবে সুখবরেবুধাদিত্য রাজযোগ
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময়ে সময়ে শুভ ও রাজযোগ নির্মাণ করে, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়।

জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময়ে সময়ে শুভ ও রাজযোগ নির্মাণ করে, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন গ্রহের রাজকুমার বুধ গ্রহ ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে আর এর সঙ্গে ১৭ নভেম্বর গ্রহের রাজা সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে। যার ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এই যোগের প্রভাব সব রাশিদের ওপরই পড়বে তবে ৩ রাশির ওপর এই যোগের শুভ প্রভাব দেখা যাবে। 

বৃশ্চিক রাশি
বুধাদিত্য রাজযোগ আপনাদের জন্য শুভ ফল দেবে। এই সময় আপনারল আত্মবিশ্বাস বাড়বে। এর সঙ্গে আপনার মান-সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্ত হবে। এই সময় আপনি সিঙ্গল থেকে মিঙ্গল হতে পারেন। আপনি কেরিয়ারেও দারুণ উন্নতি করবেনয পারিবারিক সম্পর্ক আরও মধুর হবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক গাঢ় হবে। অংশীদারিত্বের কাজে লাভ পাবেন। 

কর্কট রাশি
বুধাদিত্য রাজযোগ আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই সময় সন্তানের পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। আয়ে জবরদস্ত বৃদ্ধি হবে। চাকরিতে পদোন্নতির সঙ্গে প্রমোশনও হবে। বস এবং উচ্চ আধিকারিকেরা আপনার ওপর প্রসন্ন হবেন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। প্রেমের সম্পর্ক এবার পরিণতি পাবে। বিবাহিতরা যাঁরা সন্তান নিতে চান, এইসময় সফল হবেন। 

মকর রাশি
বুধাদিত্য রাজযোগ তৈরি হতেই মকর রাশি শুভ খবর পেতে পারেন। এই সময় আপনার আয় বাড়বে। অর্থ লাভের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসা থেকে লাভ করার জন্য নতুন সুযোগ পাবেন। আপনার অর্থ-সঞ্চয় বাড়বে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময় করতে পারেন, সফল হবেন। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

POST A COMMENT
Advertisement