সূর্য-শনির যুতি ২০২৫ সালেবৈদিক জ্যোতিষে সূর্য ও শনিকে পিতা-পুত্র হিসাবে ধরা হয়। এর সঙ্গে সূর্যদেব মান-সম্মান, প্রতিষ্ঠা, সরকারি চাকরি ও আত্মবিশ্বাসের কারক হিসাবে মনে করা হয়। অপরদিকে, শনিদেবকে আয়ু, কর্ম, ন্যায় ও শ্রমের কারক হিসাবে মানা হয়ে থাকে। জেনে রাখুন যে শনিদেব নিজের স্বরাশি কুম্ভে বিচরণ করছেন আর ২০২৫ সালের শুরুতে সূর্যদেব কুম্ভে প্রবেশ করে যাবে। এর ফলে কুম্ভে শনি ও সূর্যের যুতি তৈরি হচ্ছে। ই দুই গ্রহের যুতিতে কিছু রাশির ভাল সময় শুরু হবে। এর সঙ্গে এই রাশিদের আকস্মিক অর্থলাভ ও ভাগ্যোদয়ের যোগ তৈরি হচ্ছে।
মেষ রাশি
শনি ও সূর্যের যোগ এই রাশির জন্য লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনার আয় জবরদস্ত বাড়বে। এর সঙ্গে উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে। এই সময় ভাল রিটার্ন পাবেন। চাকরির ক্ষেত্রে পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন। এর সঙ্গে আমদানি ও রফতানি ব্যবসায় লাভ পাবেন।
বৃষ রাশি
শনি ও সূর্যের যোগ এই রাশির জন্য শুভ প্রমাণিত হবে। এই সময় চাকুরীজিবীদের পদোন্নতি হতে চলেছে। বেকাররা চাকরি পাবেন। অফিসে বস ও সহকর্মীরা আপনার কাজে প্রসন্ন হবে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। ব্যবসায়িদের ভাল লাভ হবে। ব্যবসা বাড়বে। বাবার সহযোগিতা পাবেন।
মকর রাশি
সূর্য-শনি যোগ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনার হঠৎ হঠাৎ করে অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরৎ পাবেন। সম্পর্কগুলো আরও ভাল হবে। প্রেম জীবনে রোম্যান্স বাড়বে। ব্যবসায়িদের ভাল লাভ হবে। ঋণ নেওয়া অর্থ ফেরৎ পাবেন। আপনার পরিকল্পিত যোজনা সফল হবে। এর সঙ্গে টাকা সঞ্চয় করতে পারবেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)