সূর্যদেবকে জ্যোতিষে ক্ষমতা, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করা হয়। এর প্রভাব ব্যক্তির ব্যক্তিত্বর ওপরই শুধু পড়ে না, বরং তাঁর পুরো জীবনের ওপরই পড়ে তবে সূর্যদেবের বিশেষ কৃপা রয়েছে এই রাশিদের ওপর। এই রাশির জাতকেরা জীবনে সর্বদা ক্ষমতাবান, আত্মবিশ্বাসী ও সুখী জীবন কাটায়। সূর্যের শক্তি এদের প্রতি ক্ষেত্রে সফলতা অর্জন করায়। আসুন জেনে নিই সেই তিন ভাগ্যবান রাশি কারা।
মেষ রাশি
সূর্যদেবের উচ্চ রাশি হিসাবে মানা হয়ে থাকে মেষ রাশি। আর এই কারণে এই রাশির ওপর সূর্যের প্রভাব সর্বদা শুভ হয়ে থাকে। সূর্যের বিশেষ কৃপায় মেষ রাশির লোকেরা শক্তিশালী, সাহসী ও আত্মবিশ্বাসী হয়। এরা কখনও পরাজয় স্বীকার করে না। আর যে কোনও কাজ করার চিন্তাভাবনা করলে তা করেই দম ফেলেন। কেরিয়ারের প্রত্যেক ক্ষেত্রে এরা বড় জায়গায় পৌঁছান। নিজের পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করেন। এরা যে কোনও চ্যালেঞ্জ সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে মুখোমুখি হন। নিজের লক্ষ্যের দিকে এরা অবিচল থাকে।
সিংহ রাশি
সূর্যের সবচেয়ে প্রিয় রাশিদের মধ্যে অন্যতম হল সিংহ রাশি। কারণ এই রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। এই রাশির জাতকেরা জন্ম থেকেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। এদের আত্মবিশ্বাস ও সাহস অদ্বিতীয় হয়। এরা যে কোনও পরিস্থিতিতে নিজের লক্ষ্য প্রাপ্ত করে তবে কঠিন পরিশ্রমের মাধ্যমে। সিংহ রাশির জাতকেরা বড় নেতা-নেত্রী হয়ে থাকেন। সমাজে এদের সম্মান খুব বাড়ে। এদের সব কাজ পূর্ণতা পায় ও এগিয়ে যায়, এরা সব সময় সফল হয়।
ধনু রাশি
ধনু রাশি সূর্যদেবের প্রিয় রাশিদের মধ্যে অন্যতম। এই রাশির জাতকেরা খুবই ভাগ্যশালী হয়ে থাকে আর সব কাজে সফলতা প্রাপ্ত করে। ব্যবসা হোক বা শিক্ষাক্ষেত্র অথবা অন্য কাজ, সবেতেই সফলতা বাধাধরা। এরা পরিশ্রমী হয় ও কোনও কাজ অসম্পূর্ণ রাখে না। সূর্যের কৃপায় এদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা থাকে। কোনও অভাব থাকে না এদের। ধনু রাশির জাতকেরা এগিয়ে যাওয়ার জন্য সব সময় অনুপ্রাণিত থাকেন। সফলতা এদের পায়ে চুমু খায়।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)