Surya Gocar 2025: অগাস্টে বাড়বে সূর্যের তেজ, রকেট গতিতে হবে ৫ রাশির উন্নতি

Surya Gocar 2025: জ্যোতিষ অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। এইবার সূর্য অগাস্ট মাসে নিজের স্বরাশি সিংহতে প্রবেশ করবে। যার ফলে বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে।

Advertisement
অগাস্টে বাড়বে সূর্যের তেজ, রকেট গতিতে হবে ৫ রাশির উন্নতি সূর্যের গোচর
হাইলাইটস
  • জ্যোতিষ অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে।

জ্যোতিষ অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। এইবার সূর্য অগাস্ট মাসে নিজের স্বরাশি সিংহতে প্রবেশ করবে। যার ফলে বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। ১৭ অগাস্ট সূর্য তাঁর নিজের রাশি সিংহতে এন্ট্রি নেবে। যার ফলে মহাপরিবর্তনকারী স্থিতি তৈরি হতে চলেছে। রাশিচক্রের ৫ রাশির জীবনে বড় পরিবর্তন হবে। 

মিথুন রাশি
সূর্য গোচর মিথুন রাশির জাতকদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসবে। আপনি নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়িদের নতুন চুক্তি হতে পারে। ধনলাভ হবে। সব সমস্যা দূরে যাবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। 

সিংহ রাশি
সূর্য গোচর সিংহ রাশির জাতকদের জন্য অর্থ ও সুখ দুটোই দেবে। শনির ঢাইয়ার খারাপ প্রভাব থেকে কিছুটা মুক্তি পাবেন। পরীক্ষা-ইন্টারভিউতে ভাল ফল করবেন। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। অপ্রয়োজনীয় খরচ কম হবে। জীবনসঙ্গীর সঙ্গে সব সমস্যা মিটে যাবে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য সূর্য গোচর কেরিয়ারে উন্নতি নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে যদি পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই সময় তা পাবেন। ব্যবসায়ীরা বড় কোন চুক্তি চুড়ান্ত হওয়ায় আনন্দে থাকবেন। কোনও বড় ইচ্ছে পূরণ হতে চলেছে। 

ধনু রাশি
সূর্যের সিংহ রাশিতে এন্ট্রি ধনু রাশির জাতকদের জন্য ধনলাভ করাবে। কেরিয়ারের নতুন উঢ়ান যোগ হবে। আপনার খ্যাতি অনেক দূর পর্যন্ত যাবে। আত্মবিশ্বাস বাড়বে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকেদের লাভ হবে। 

কুম্ভ রাশি
সূর্য গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য কেরিয়ারে ইতিবাচকতা নিয়ে আসবে। নতুন চাকরির সুযোগ আসবে। আয় বাড়বে। প্রেম জীবন ভাল হবে। আপনার মান-সম্মান বাড়বে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

POST A COMMENT
Advertisement