স্বাস্থ্য, নেতৃত্ব, যশ, প্রসিদ্ধির কারক গ্রহ সূর্য কন্যা রাশিতে ১৭ সেপ্টেম্বর রাত ১টা ৫৪ মিনিটে গোচর করবে। এই রাশিতে সূর্য ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে। কন্যা রাশির অধিপতি বুদ্ধি ও ব্যবসার কারক বুধ আর বুধের সঙ্গে সূর্যের মিত্রতার ভাব রয়েছে। সূর্যের কন্যা রাশিতে গোচর করা সব ১২টি রাশির ওপর শুভ ও অশুভভাবে প্রভাব ফেলে। তবে জ্যোতিষ অনুসারে মিথুন সহ ৩ রাশির ওপর সূর্যের কন্যা রাশিতে গোচর করা খুবই শুভ ফল দেবে। এই রাশির জাতকেরা জীবনে খুব ভাল পরিণাম পাবেন। আসুন জেনে নিই সেই ৩ লাকি রাশি কারা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের গোচর খুবই বড় লাভ দেবে। কর্মস্থানে বড় দায়িত্ব আসতে পারে। ব্যবসায়িক দিক থেকে জাতকদের উন্নতি করার সুযোগ আসবে। বড় চুক্তি হাতে আসবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভাল হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দূর হবে। মানসিক দিক দিয়ে জাতকেরা মজবুত হবে আর প্রেম জীবনে রোম্যান্স বাড়বে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য সূর্যের গোচর শুভ ফল নিয়ে আসবে। আর্থিক রূপে জাতকদের উন্নতি দ্রুত হবে। চাকরিতে ভাল প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লাভ ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। ব্যবসায় লাভ ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। জীবনে সুখের রাস্তা খুলে যাবে। শুভ সংবাদ পেতে পারেন। সূর্যের কন্যা রাশিতে গোচর জাতকদের মনে শান্তি এনে দেবে। মন ভাল থাকবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য সূর্যের কন্যা রাশিতে গোচর করা খুবই শুভ প্রমাণিত হবে। এই সময়কাল দারুণ থাকবে। জাতকেরা কাজে সফলতা প্রাপ্ত হবে। এই পর্যন্ত জাতকদের কোনও পুরনো ইচ্ছা পূরণ হবে। নতুন চাকরির খোঁজ সম্পূর্ণ হবে। ব্যবসায় লাভ হওয়ার রাস্তা খুলে যাবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে জাতকদের লাভ হতে পারে।
(Disclaimer: এই খবরটি শুধুমাত্র আপনাকে অবহিত করার জন্য লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)