Surya Gochar: সূর্যের অবস্থানে বড় বদল, জুলাইতে ৪ রাশির সরকারি চাকরি-বেতন বৃদ্ধি

Surya Gochar: বাবা, যশ ও প্রসিদ্ধির কারক সূর্যর গোচর চন্দ্রের রাশি কর্কটে ১৬ জুলাই সন্ধে ৫টা ১৭ মিনিটে হতে চলেছে। সূর্য এখন মিথুন রাশিতে সঞ্চরণ করছে আর খুব শীঘ্রই নিজের রাশি বদল করে জুলাইতে চন্দ্রের রাশিতে এন্ট্রি নেবে।

Advertisement
সূর্যের অবস্থানে বড় বদল, জুলাইতে ৪ রাশির সরকারি চাকরি-বেতন বৃদ্ধি সূর্যের গোচর জুলাইতে
হাইলাইটস
  • বাবা, যশ ও প্রসিদ্ধির কারক সূর্যর গোচর চন্দ্রের রাশি কর্কটে ১৬ জুলাই সন্ধে ৫টা ১৭ মিনিটে হতে চলেছে।

বাবা, যশ ও প্রসিদ্ধির কারক সূর্যর গোচর চন্দ্রের রাশি কর্কটে ১৬ জুলাই সন্ধে ৫টা ১৭ মিনিটে হতে চলেছে। সূর্য এখন মিথুন রাশিতে সঞ্চরণ করছে আর খুব শীঘ্রই নিজের রাশি বদল করে জুলাইতে চন্দ্রের রাশিতে এন্ট্রি নেবে। সূর্যের এই গোচরে জুলাইতে ৪ রাশির জীবন আরও সুন্দর হয়ে উঠবে। এদের ধন প্রাপ্তি, চাকরি, বেতন বৃদ্ধি হতে পারে। 

মেষ রাশি
সূর্য গোচরে মেষ রাশির জাতকদের লাভ হতে চলেছে। এই রাশির জাতকেরা সব কাজে সফলতা পাবেন। জীবনে সুখের মুহূর্ত আসবে। চাকরি ও ব্যবসায় জাতকেরা সফ হওয়ার রাস্তা খুঁজে পাবেন। প্রেমের সম্পর্ক গভীর হবে। সঙ্গীর পুরো সঙ্গ পাবেন। নতুন কাজ শুরু করার এটাই দারুণ সময়। 

মিথুন রাশি
সূর্য গোচরে মিথুন রাশির জাতকদের সুসময় আসতে চলেছে। জাতকেরা সন্তান পক্ষের থেকে শুভ সংবাদ পাবেন। বাড়িতে সুখের আবহ থাকবে। চাকরি ও ব্যবসায় সফল হবেন। আটকে থাকা অর্থ ফিরে পাবেন। বাড়িতে মাঙ্গলিক কাজ হবে। পরিবারের সদস্যদের মধ্যে মধুরতা বাড়বে। 

সিংহ রাশি
সূর্য গোচরে সিংহ রাশির জাতকদের অনেক লাভ হবে। জমি ও বাহন কেনার সুখ পাবেন। কেরিয়ারে বড় উপলব্ধি পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবে। বৈবাহিক জীবনে প্রেম বাড়বে। ভাই-বোনেদের সঙ্গে আর্থিক বিবাদ শেষ হয়ে যাবে। পড়ুয়াদের প্রতিযোগীতামূলক পরীক্ষায় ভাল ফল করতে পারবেন। 

কন্যা রাশি
সূর্য গোচরে কন্যা রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে। ধন-দৌলত বৃদ্ধি হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় জাতকদের বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন রাস্তা খুলবে। জাগতিক সুখ-সম্পদ বাড়বে। অসুস্থ মানুষ থাকলে তারা সুস্থ হয়ে উঠবেন।  

POST A COMMENT
Advertisement