scorecardresearch
 

Surya Gochar 2024: ৩ দিন পর সূর্যের অবস্থানে বিরাট বদল, কিছু রাশির চাকরি-ব্যবসায় দারুণ উন্নতি

Surya Gochar 2024: জ্যোতিষে সূর্যদেবকে সবথেকে বিশেষ গ্রহ বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে, যখনই সূর্য রাশি বা নক্ষত্র পরিবর্তন করে যার ফলে তার অবস্থানে বদল আসে, যার প্রভাব দেশ-দুনিয়া ও মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। সূর্যদেব ৬ নভেম্বর, ২০২৪-এ সকাল ৮টা ৫৬ মিনিটে স্বাতী নক্ষত্র থেকে বেড়িয়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে।

Advertisement
সূর্য গোচরে ৩ রাশির ভাগ্য ঘুরতে চলেছে সূর্য গোচরে ৩ রাশির ভাগ্য ঘুরতে চলেছে
হাইলাইটস
  • জ্যোতিষে সূর্যদেবকে সবথেকে বিশেষ গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষে সূর্যদেবকে সবথেকে বিশেষ গ্রহ বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে, যখনই সূর্য রাশি বা নক্ষত্র পরিবর্তন করে যার ফলে তার অবস্থানে বদল আসে, যার প্রভাব দেশ-দুনিয়া ও মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। সূর্যদেব ৬ নভেম্বর, ২০২৪-এ সকাল ৮টা ৫৬ মিনিটে স্বাতী নক্ষত্র থেকে বেড়িয়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রের অধিপতি হলেন গুরু বৃহস্পতি, যাকে ধন ও জ্ঞানের কারক বলে মনে করা হয়। সূর্যের এই গোচর ৩ রাশির জীবনে অনেক লাভ নিয়ে আসবে। আসুন তাহলে জেনে নিই। 

মেষ রাশি
মেষ রাশির জাতকেরা আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এরকম অবস্থায় সূর্যের গোচর তাঁদের আত্মবিশ্বাসকে আরও বাড়াবে। এই সময় নতুন কোনও কাজের সুযোগ আসবে। চাকুরিজীবিদের জন্য পদোন্নতির সুযোগ রয়েছে। আয়ের নতুন রাস্তা খুলবে। আয়ও বাড়বে। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পুরনো কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। পড়ুয়াদের জন্য সময় ভাল হবে। স্বাস্থ্য ভাল যাবে। কাজে ফূর্তি আসবে। কেরিয়ারে উন্নতি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। ধার্মিক কাজে রুচি বাড়বে। বন্ধু ও পরিবারের সঙ্গ পাবেন। সম্পর্কে মিষ্টতা বাড়বে। 

সিংহ রাশি
সিংহ রাশির জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন ইতিবাচকতা নিয়ে আসবে। আপনি সবক্ষেত্রে সফল হবেন। কেরিয়ার-ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। আকস্মিক অর্থলাভের সুযোগ রয়েছে। ব্যবসায় লাভ হবে। এই গোচরের সময় আপনি বৈষয়িক সব সুখ প্রাপ্ত করবেন। অনেক দিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। বিনিয়োগের জন্য এটা শুভ সময়। ব্যবসায় খুব উন্নতি করবেন। 

আরও পড়ুন

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই গোচর অনুকূল প্রমাণিত হবে। সূর্যের গোচর আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কাজ ও ব্যবসায় ভাল সুযোগ পাবেন। চাকুরিজীবিদের আয় বাড়বে। পদোন্নতির যোগ রয়েছে। পুরনো কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। পরিবার ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ থাকবে। সিঙ্গলরা সঙ্গী পাবেন। পড়ুয়ারা পরিশ্রম করলে ভাল ফল পেতে পারেন।  

Advertisement

Advertisement