Maa Lakshmi Favorite Zodiac: এঁদের ঘরে সবসময় থাকেন মা লক্ষ্মী, ৫ রাশিকে সুখ-সম্পদে ভরিয়ে দেন

Maa Lakshmi Favorite Zodiac: মা লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী বলে মনে করা হয়। লক্ষ্মীর সুনজর যাঁর ওপর পড়ে তাঁর ভাগ্য প্রসন্ন হতে খুব বেশি সময় লাগে না। লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে পারলে তিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করে থাকেন। মায়ের কৃপা সব ১২টি রাশির ওপর থাকলেও কিছু বিশেষ রাশি রয়েছে, যারা সব সময়ই লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেয়ে থাকেন।

Advertisement
এঁদের ঘরে সবসময় থাকেন মা লক্ষ্মী, ৫ রাশিকে সুখ-সম্পদে ভরিয়ে দেনমা লক্ষ্মীর প্রিয় ৫ রাশি
হাইলাইটস
  • মা লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী বলে মনে করা হয়।

মা লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী বলে মনে করা হয়। লক্ষ্মীর সুনজর যাঁর ওপর পড়ে তাঁর ভাগ্য প্রসন্ন হতে খুব বেশি সময় লাগে না। লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে পারলে তিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করে থাকেন। মায়ের কৃপা সব ১২টি রাশির ওপর থাকলেও কিছু বিশেষ রাশি রয়েছে, যারা সব সময়ই লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেয়ে থাকেন। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলো কারা। 

বৃষ রাশি
শুক্র এই রাশির অধিপতি। জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে ধন-ধান্য, ঐশ্বর্যের কারক গ্রহ মনে করা হয়। এই রাশির জাতকদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে। জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করেন এই রাশির জাতক। সমস্ত ধরনের ভৌতিক সুখ-সুবিধা লাভ করতে পারেন এঁরা। কোষ্ঠীতে শুক্র শুভ পরিস্থিতিতে থাকলে জীবনে কোনও সমস্যা থাকে না। লক্ষ্মী সবসময় এই জাতকদের সঙ্গে থাকেন।

কর্কট রাশি
চন্দ্র এই রাশির অধিপতি। এই গ্রহটি সুখ, মন ও মায়ের কারক। চন্দ্রের রাশিতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে। জন্ম কোষ্ঠীতে চন্দ্র মজবুত থাকলে ব্যক্তি মানসিক সুখ লাভ করতে পরে। এ ছাড়াও সেই জাতক জীবনে ঐশ্বর্য লাভ করতে পারে। লক্ষ্মীর আশীর্বাদে ধন-সম্পত্তির মালিক হতে পারেন এই রাশির জাতকরা। এঁদের জীবনে বিশেষ অর্থাভাব থাকে না।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি হলেন সূর্য, যাকে সমস্ত গ্রহের রাজা বলে মনে করা হয়। এই রাশির মানুষদের দৃঢ় সংকল্প, উদ্যম এবং তীক্ষ্ণ বুদ্ধি থাকে। তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে ফল দেন দেবী লক্ষ্মী। এই রাশির জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। এই রাশির জাতক জাতিকাদের উপর দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ রয়েছে এবং তাদের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী। এই মানুষদের কখনও কারো কাছে হাত পাততে হয় না।

তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ। এই গ্রহটিকে আকর্ষণ,সম্পদ ও ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। তুলা রাশির জাতক জাতিকাদের উপর শুক্র ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে। দেবী লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতকরা সর্বদা সুখ ভোগ করে। দেবী লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতক জাতিকারা কখনও আর্থিক সঙ্কটের সম্মুখীন হয় না এবং সর্বক্ষেত্রে সফল হয়।

Advertisement

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে অন্যান্য গ্রহের সেনাপতি বলা হয়। এই গ্রহটিকে শক্তি, সাহস, বীরত্ব ও বীরত্বের কারক বলে মনে করা হয়। এই রাশির জাতক জাতিকাদের প্রতি মা লক্ষ্মী খুব খুশি হন। এই রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার ভিত্তিতে আশীর্বাদ করেন মা লক্ষ্মী। এই রাশির জাতক জাতিকারা খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করে।

POST A COMMENT
Advertisement