ধন-সম্পত্তির দেবী হিসাবে মানা হয়ে থাকে মা লক্ষ্মীকে। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিনই মা লক্ষ্মীর আরাধনা করা হয় প্রতিটি বাড়িতে বাড়িতে। লক্ষ্মী মায়ের কৃপায় ব্যক্তি জীবনে প্রচুর উন্নতি করে। কখনও তাঁদের আর্থিক অনটনের সম্মুখিন হতে হয় না। এরই মধ্যে কিছু রাশির জাতকেরা হন মা লক্ষ্মীর খুব প্রিয়। এঁদের আর্থিক সঙ্কট কখনও আসে না। আসুন দেখে নিন মা লক্ষ্মীর প্রিয় রাশি আসলে কারা।
বৃষ রাশি
বৃষ রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। এই রাশির স্বামী শুক্র, যাকে ধন ও সম্পদের কারক মানা হয়ে থাকে। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর অশীম কৃপা থাকে। এই রাশির জাতকেরা নিজের পরিশ্রমের জোরে সফলতা পেয়ে থাকেন। এই ব্যক্তিরা ব্যবসায় খুব নাম করেন। মা লক্ষ্মীর কৃপায় এই লোকদের অর্থ-সম্পত্তির অভাব থাকে না।
সিংহ রাশি
সূর্য এই রাশির অধিপতি। এই রাশির জাতকদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা পরিশ্রম করলে তার সম্পূর্ণ সুফল পেতে পারেন সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা মনে করা হয়। এই রাশির জাতকরা দৃঢ় নিশ্চয়ী হন। তুখর বুদ্ধি সম্পন্ন হন এই রাশির জাতক। পরিশ্রমের জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন এঁরা। লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন এই রাশির জাতক।
তুলা রাশি
তুলা রাশির স্বামী শুক্রদেব। এই গ্রহ আকর্ষণ, ধন-ঐশ্বর্যের কারক। তুলা রাশির জাতকদের ওপর শুক্রদেব ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এঁরা সর্বদা সুখ-স্বাচ্ছন্দ্যে থাকেন। লক্ষ্মীর কৃপায় এই লোকদের আর্থিক সঙ্কট থাকে না। প্রত্যেক ক্ষেত্রে সফল হন এঁরা।
বৃশ্চিক রাশি
এই রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ অন্য গ্রহের সেনাপতি। এই গ্রহ শক্তি, সাহস, শৌর্যের কারক। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মী খুবই প্রসন্ন থাকেন। নিজের পরিশ্রম ও প্রতিভা দিয়ে এই রাশির লোকেরা খুব কম বয়সে সফলতা অর্জন করে নেন।
মীন রাশি
মীন রাশি মা লক্ষ্মীর অতি প্রিয় রাশিদের মধ্যে অন্যতম। এই রাশির লোকেদের কাছে কখনও অর্থের অভাব হয় না। পরিশ্রম করে ফল পাওয়া এই রাশির বৈশিষ্ট্য। এঁদের আর্থির পরিস্থিতি সর্বদাই ভাল থাকে। এই রাশির জাতকেরা পৈতৃক সম্পত্তি থেকে লাভ পান।