Sree Vishnu Favorite Zodiac: হাত দিলেই সোনা ফলবে! শ্রী হরির প্রিয় ৪ রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকে

Sree Vishnu Favorite Zodiac: সৃষ্টিকর্তা শ্রীহরি বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে। ভগবান বিষ্ণুর পুজো বৃহস্পতিবার, একাদশী ও চতুর্মাস পর্যন্ত মাহাত্ম্য থাকে। চতুর্মাসে শ্রী বিষ্ণু চারমাস পর্যন্ত যোগনিদ্রায় থাকেন। তবে এর পাশাপাশি নিয়মিত রূপে ভগবান বিষ্ণুর পুজো করলে সেই ভক্তের ওপর নারায়ণের কৃপা সর্বদা থাকে।

Advertisement
হাত দিলেই সোনা ফলবে! শ্রী হরির প্রিয় ৪ রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকে  শ্রী হরির প্রিয় ৪ রাশি
হাইলাইটস
  • সৃষ্টিকর্তা শ্রীহরি বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে।

সৃষ্টিকর্তা শ্রীহরি বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে। ভগবান বিষ্ণুর পুজো বৃহস্পতিবার, একাদশী ও চতুর্মাস পর্যন্ত মাহাত্ম্য থাকে। চতুর্মাসে শ্রী বিষ্ণু চারমাস পর্যন্ত যোগনিদ্রায় থাকেন। তবে এর পাশাপাশি নিয়মিত রূপে ভগবান বিষ্ণুর পুজো করলে সেই ভক্তের ওপর নারায়ণের কৃপা সর্বদা থাকে। তবে এমন কিছু রাশিও আছে, যাঁদের ওপর শ্রী হরির আশীর্বাদ সর্বদাই থাকে। এঁরা শ্রী হরির প্রিয় রাশি। আসুন জেনে নিন সেইসব ভাগ্যশালী রাশি কারা। 

বৃষ রাশি
এই রাশির অধিপতি শুক্র গ্রহ। যিনি মা লক্ষ্মীর কারক গ্রহ লে মনে করা হয়। এইজন্য এই রাশির জাতকদের ওপর ভগবান বিষ্ণু সর্বদা কৃপা করে থাকেন। জীবনে এঁদের সব ধরনের সুখ প্রাপ্তি হয়। তবে আপনাকে এই কথা সব সময় মনে রাখতে হবে, কখনও কোনও মহিলার অসম্মান যেন না করেন আর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। 

কর্কট রাশি
কর্কট রাশি ভগবান বিষ্ণুর প্রিয় রাশি কারণ এই রাশি চন্দ্রের রাশি বলে বিবেচিত হয়। শ্রী হরির রাশিও কর্কট। এইজন্য ১২টি রাশির মধ্যে সবচেয়ে প্রিয় এই রাশি নারায়ণের। এঁরা সব কাজে সফলতা পান। সমাজে মান-সম্মান ও শিক্ষা ক্ষেত্রে সফলতা অর্জন করেন। 

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। বৈদিক জ্যোতিষে সূর্যের জন্য বিষ্ণু প্রাথমিক দেবতা সূর্য-নারায়ণ বলা হয়েছে। তাই সিংহ রাশির ওপর শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। শ্রী হরির কৃপায় এই রাশির জাতকদের অর্থভাগ্য খুব ভাল হয়। এই রাশির জাতকেরা পরিশ্রম করলে ভাল ফল লাভ করতে পারেন। 

তুলা রাশি
এই রাশির কারক গ্রহ শুক্র। শুক্র শুধু প্রেমের গ্রহই নয় বরং আধ্যাত্মিকতার গ্রহ। সঙ্গে এই গ্রহের কারক মা লক্ষ্মী। তাই এই গ্রহের জাতকেরা ভগবান বিষ্ণুর প্রিয় রাশি বলে গণ্য হয়। এই রাশির জাতকেরা উত্তম চরিত্রের হয়ে থাকে আর জীবনে সুখ-সম্মানের অভাব থাকে না। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement