Bajrangbali Zodiac Signs: এই ৩ রাশি হনুমানজির কৃপা পান, জীবনভর সুখ-বৈভব

মঙ্গলবার ভক্তি ভরে হনুমানজির পুজো করলে সব বাধা কেটে যায়। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৩ রাশির জাতকরা বজরংবলীর কৃপা লাভ করেন। সব বাধা-বিপত্তি দূর হয়। জেনে নিন বিশদে...

Advertisement
এই ৩ রাশি হনুমানজির কৃপা পান, জীবনভর সুখ-বৈভবএই ৩ রাশির জাতকরা বজরংবলীর কৃপা লাভ করেন।
হাইলাইটস
  • মঙ্গলবার ভক্তি ভরে হনুমানজির পুজো করলে সব বাধা কেটে যায়।
  • এই ৩ রাশির জাতকরা বজরংবলীর কৃপা লাভ করেন।
  • সব বাধা-বিপত্তি দূর হয়। 

মঙ্গলবার ভক্তি ভরে হনুমানজির পুজো করলে সব বাধা কেটে যায়। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৩ রাশির জাতকরা বজরংবলীর কৃপা লাভ করেন। সব বাধা-বিপত্তি দূর হয়। জেনে নিন বিশদে...


সিংহ রাশি (Leo): 

হনুমানজির আশীর্বাদ পান সিংহ রাশির জাতকরা। সারাজীবন সুখে কাটে। সব বিপদ দূরে সরিয়ে সাফল্য পান জাতকরা। 

মেষ রাশি (Aries): 

বজরংবলীর কৃপায় সবসময় সাফল্য পান মেষ রাশির জাতকরা। সব সমস্যা দূর হয়। সব বাধা পার করে সামনের দিকে এগিয়ে যান জাতকরা।

বৃশ্চিক রাশি (Scorpio): 

হনুমানজির কৃপায় সুখে কাটে বৃশ্চিক রাশির জাতকদের জীবন। কেরিয়ারে উন্নতি করেন এঁরা। ব্যক্তিগত জীবনে সুখ পান। সব বাধা কেটে যায়।

অন্য দিকে, জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত বৃষ, কর্কট ও মীন রাশির সুখের সময়। জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৩০ অগাস্ট বুধের চালে তৈরি হবে রাজ রাজেশ্বর যোগ। যার প্রভাবে কপাল খুলবে মেষ, ধনু ও কন্যা রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement