জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি ভগবান কৃষ্ণের খুব প্রিয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই ৪ রাশির জাতকদের আজীবন সুখ-উন্নতি হয়। চাকরি-ব্যবসায় উন্নতি হয়। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
কৃষ্ণের কৃপা পান বৃষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে এই রাশির জাতকরা সাফল্য লাভ করেন। ব্যবসায় উন্নতি হয়। সব বাধা কেটে যায়।
সিংহ রাশি (Leo):
শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় রাশি হল সিংহ। এই রাশির জাতকরা সব ক্ষেত্রে উন্নতি করেন। ইচ্ছেপূরণ হয় এঁদের। পরিশ্রমের সুফল পান।
তুলা রাশি (Libra):
কৃষ্ণের কৃপায় শুভ প্রভাব পড়ে তুলা রাশির জাতকদের জীবনে। সুখ-বৈভবে জীবন কাটে এঁদের। সমাজে সুনাম বাড়ে।
কর্কট রাশি (Cancer):
কৃষ্ণের কৃপায় জীবন বদলায় কর্কট রাশির জাতকদের। এঁরা জীবনে ইতিবাচক ফল পান। সব কাজে সাফল্য আসে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। যার ফলে কন্যা, মকর, তুলা রাশির জাতকদের ভাগ্য বদলাবে।আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।