জ্যোতিষে রাহু ও কেতুকে মায়াবী গ্রহ বলে বিবেচনা করা হয়ে থাকে। এই দুটোই ছায়াগ্রহ বলে পরিচিত। রাহু ও কেতুকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। রাহু ও কেতু সর্বদাই বক্রী অবস্থায় অর্থাৎ উল্টো চালে রাশি পরিবর্তন করে। তবে অশুভ হওয়ার কারণে রাহু যে সর্বদা নেতিবাচক ফল দেন এমনটা নয়। কিছুক্ষেত্রে রাহু ভাল ফলও প্রদান করে। রাহু সব রাশিদের মধ্যে ২টি রাশিকে ভীষণভাবে পছন্দ করেন। আসুন দেখে নিই সেই দুই রাশি কারা।
রাহুর স্বভাব
জ্যোতিষ শাস্ত্রে রাহুকে অপ্রত্যাশিত ঘটনার কারক বলে মনে করা হয়। জীবনে হঠাৎ যে ঘটনা ঘটে, তার জন্য রাহু দায়ী। আবার রাহুই ব্যক্তির অহংকার চূর্ণ করে। জীবনে হঠাৎই কোনও ভালো বা মন্দ ঘটনা ঘটলে, তার পিছনে রাহুর ভূমিকা থাকে। কোষ্ঠীতে রাহু অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তি বদঅভ্যাস, কুসঙ্গে জড়িয়ে পড়ে। পাশাপাশি রাহুর প্রভাবে জাতকের দাম্পত্য জীবনও প্রভাবিত হয়। প্রেম সম্পর্কে বাধা সৃষ্টি করে এই ছায়া গ্রহ। আবার স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। কিছু কিছু রাশির জাতকদের জন্য রাহু অত্যন্ত শুভ। শাস্ত্রে রাহুর প্রিয় দুটি রাশির উল্লেখ পাওয়া যায়।
সিংহ রাশি
শাস্ত্র মতে সিংহ রাশি রাহুর প্রিয়। জ্যোতিষ মতে রাহু সিংহ রাশিতে বিরাজ করলে শুভ ফলাফল প্রদান করে থাকে। আবার সিংহ রাশির জাতকদের হঠাৎই ধন লাভ ঘটায় রাহু। এর ফলে সিংহ জাতকদের জীবন পর্যন্ত পাল্টে যেতে পারে। শুধু শুক্রই নয়, বরং রাহুও ব্যক্তিকে সুখ প্রদান করতে পারে। কোষ্ঠীতে রাহু মজবুত থাকলে জাতক সুখে জীবন অতিবাহিত করেন।
বৃশ্চিক রাশি
রাহুর সব থেকে প্রিয় রাশি হল বৃশ্চিক ৷ এই রাশির উপরে সর্বদা আশীর্বাদ থাকে ৷ এই মানুষেরা চাকরি ও ব্যবসায় তুমুল উন্নতি করে থাকেন। কেরিয়ারে হঠাৎ করে বড়সড় সাফল্য পেয়ে থাকেন। যেই বিষয়ে আগের থেকে কোনও রকমের ভাবনা চিন্তা করেন না। আয়ের বেশ কয়েকটি উৎস। সদা সুখ শান্তিতে জীবন অতিবাহিত করতে পারেন। সমাজে সবাই তাঁর নাম ও সুখ্যাতি করেন। সন্তানের গর্বে গর্বিত হন। আবার হঠাৎই উচ্চপদ লাভ করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)