অগাস্ট মাসে গ্রহদের বড় বদল হতে চলেছে। যার ফলে এই মাসে জোড়া রাজযোগের সূচনা হবে। অগাস্ট মাস শুরুই হবে গজলক্ষ্মী রাজযোগ দিয়ে। আসলে অগাস্টের শুরুতেই মিথুন রাশিতে গুরু ও শুক্রের যুতি হওয়ার ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে আর এই পরিস্থিতি ২০ পর্যন্ত থাকবে। ২১ অগাস্ট কর্কট রাশিতে শুক্র গোচর হওয়ার ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। এই জোড়া রাজযোগে ৫ রাশির শুভ পরিণাম প্রাপ্ত হবে। আসুন এই লাকি রাশি কারা জেনে নিই।
মিথুন রাশি
অগাস্টে মিথুন রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ বিশেষ লাভ দেবে। জাতকদের প্রেম জীবন দারুণ যাবে। অল্প দুরত্বের কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। চাকুরীজিবীদের কর্মস্থানে ভাল পরিণাম অর্জন হবে। ব্যবসায় কোনও চুক্তি আসলে তার কাগজপত্র পড়ে তবেই সিদ্ধান্ত নেবেন।
কর্কট রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগে কর্কট রাশির জাতকদের অর্থ মামলায় লাভ দেবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। ব্যক্তিগত জীবনে জাতক সম্পর্ককে আরও ভাল করবে। আয় বৃদ্ধি হবে, যার ফলে পরিবারে আর্থিক সহায়তা মিলতে পারে। জাতক মানসিক রূপে শান্ত অনুভব করবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য অগাস্টে এই রাজযোগগুলো শুভ প্রমাণিত হবে। জাতকের ভাবমূর্তি পরিবার ও সমাজে আরও ভাল হবে। এই রাশির জাতকদের পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যাবে। আগে করে থাকা কাজ থেকে শুভ ফল পাবেন। জাতক এই সময় অধিক ক্রিয়েটিভ থাকেন আর জাতকের উপার্জন বাড়বে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ শুভ পরিণাম নিয়ে আসবে। সুখ-সম্পত্তি লাভ হবে। কেরিয়ারে উন্নতি আসবে। নতুন দায়িত্ব আসবে। তবে সব কাজের মাঝে জাতকদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ বিশেষ লাভ দেবে। মায়ের থেকে সম্পত্তি সুখ লাভ হবে। পৈতৃক সম্পত্তি থেকেও বড় লাভ হতে পারে। অগাস্ট মাসে জাতকদের মার সঙ্গে বিগড়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে। চাকরিরত জাতকদের আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে।