Shani Mangal Yog Zodiacs: অগাস্টে ৩ রাশি সোনা ছোঁবে, শনি-মঙ্গলের কৃপায় জীবন বদল

জ্যোতিষ মতে, আগামী ৯ অগাস্ট শনি ও মঙ্গলের প্রভাবে প্রতিযুতি দৃষ্টি যোগ তৈরি হবে। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। সোনার মতো চমকাবে ভাগ্য। জেনে নিন বিশদে...

Advertisement
অগাস্টে ৩ রাশি সোনা ছোঁবে, শনি-মঙ্গলের কৃপায় জীবন বদলকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৯ অগাস্ট শনি ও মঙ্গলের প্রভাবে প্রতিযুতি দৃষ্টি যোগ তৈরি হবে।
  • ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।
  • সোনার মতো চমকাবে ভাগ্য।

জ্যোতিষ মতে, আগামী ৯ অগাস্ট শনি ও মঙ্গলের প্রভাবে প্রতিযুতি দৃষ্টি যোগ তৈরি হবে। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। সোনার মতো চমকাবে ভাগ্য। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

বৃষ রাশির জাতকদের জন্য ভাল সময়। চাকরিতে উন্নতি হবে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্য সুখ বাড়বে। 

মকর রাশি (Capricorn): 

শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। আয় বাড়বে আগের থেকে। সমাজে সুনাম বাড়বে। 

তুলা রাশি (Libra): 

ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। সব বাধা কেটে যাবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement