জ্যোতিষ মতে, আগামী ১৭ অগাস্ট সিংহ রাশিতে গোচর করবে সূর্য। সেখানে সূর্য ও কেতুর মিলন হবে। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের। প্রেমের সম্পর্ক মজবুত হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে।
সিংহ রাশি (Leo):
লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা সফল হবেন।
মকর রাশি (Capricorn):
শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা লাভজনক হবে। পদোন্নতির যোগ রয়েছে। আইনি ঝামেলা মিটে যাবে।
অন্য দিকে,জ্যোতিষ মতে, আগামী ১৩ অগাস্ট হস্ত নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে কপাল খুলবে মেষ, সিংহ ও মকর রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ২১ অগাস্ট কর্কটে শুক্র প্রবেশ করবে। যার ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, বৃশ্চিক ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, গুরু ও শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। যা থাকবে ২১ অগাস্ট পর্যন্ত। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, তুলা ও কন্যা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, শনির বক্রীতে নভেম্বর পর্যন্ত বৃষ, কর্কট ও মীন রাশির সুখের সময়। জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৩০ অগাস্ট বুধের চালে তৈরি হবে রাজ রাজেশ্বর যোগ। যার প্রভাবে কপাল খুলবে মেষ, ধনু ও কন্যা রাশির জাতকদের।