বাবা ভাঙ্গার (Baba Vanga) পরিচয় আর নতুন করে কাউকেই দেওয়ার দরকার পড়ে না। কারণ বুলগেরিয়ার এই নস্ত্রাদামুস ইতিমধ্যেই অনেক ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই মিলিয়ে দিয়েছেন। যা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। চোখে দেখতে না পারলেও তিনি ভবিষ্যৎ এতটাই নিখুঁতভাবে দেখতে পারতেন যা অসাধারণ বললেও কম বলা হবে। তিনিই জানিয়েছেন, তিন রাশির ভাগ্য এবার চমকাতে পারে।
২০২৫-এর শেষদিকে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় সাফল্য আসতে পারে। মালামাল হতে পারেন এই রাশির মানুষরা। ইতিমধ্যেই আট মাস কেটে গিয়েছে। সেপ্টেম্বর শুরু হয়ে গিয়েছে। ফলে ২০২৫-এর শেষদিক যে শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়। এবারই এই ৩ রাশির জাতক-জাতিকারা কাঙ্খিত সাফল্য পেতে পারেন বলে জানিয়ে দিয়েছেন বাবা ভাঙ্গা।
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের সামনে দারুণ সময় আসতে চলেছে বলে মনে করেন বাবা ভাঙ্গা। এই রাশির অধিপতি শুক্র হওয়ায়, ভাগ্য সাধারণভাবে এদের প্রতি সদয়। ২০২৫ সালের শেষ চার মাসে দারুণ উন্নতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। বছরের শেষদিকে এসে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন তাঁরা। শুধু তাই নয়, এর পাশাপাশি পেতে পারেন দারুণ সম্মানও। তবে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। ফলে তা করলে সাফল্য আসতে বাধ্য।
মিথুন রাশি- ২০২৫-এর শেষদিকে মিথুন রাশির জাতক-জাতিকারাও বিরাট সাফল্য পেতে পারেন। এই ৪ মাস তাদের জন্য দারুণ শুভ। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরি করেন তাঁরা কর্মস্থলে দারুণ সাফল্য পেতে পারেন। আসতে পারে নতুন কিছু করার সুযোগ। হঠাৎ প্রচুর অর্থ পেতে পারেন। জীবনযাত্রার মান আরও উন্নত হতে পারে।
কুম্ভ রাশি- শনি দেব কুম্ভ রাশির প্রতি বিশেষভাবে সদয়। এটি শনির সাড়ে সাতির শেষ পর্যায়। বিদায়লগ্নে শনি দেব অনেক উপহার দেবেন। আপনার কর্মজীবনে অনুকূল পরিবর্তন আসবে যার ফলে আপনি আরও এগিয়ে যাবেন। প্রচুর অর্থও পাবেন। আয়ের বিশাল বৃদ্ধি হতে পারে। জীবনে এক নতুন গতির সঞ্চার হবে। ফলে উন্নতিতে বাধা আসবে না।