Chandra Gochar February Horoscope: সুখ-টাকায় মুড়বে ৩ রাশি, চন্দ্রের গোচরে বিশাল উন্নতি

রবিবার বসন্তপঞ্চমী। এই দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জ্যোতিষ মতে, এই সময় চন্দ্রের গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। 

Advertisement
সুখ-টাকায় মুড়বে ৩ রাশি, চন্দ্রের গোচরে বিশাল উন্নতিভাগ্য খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • রবিবার বসন্তপঞ্চমী।
  • এই দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়।
  • এই সময় চন্দ্রের গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। 

রবিবার বসন্তপঞ্চমী। এই দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জ্যোতিষ মতে, এই সময় চন্দ্রের গোচরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। 

বৃষ রাশি (Taurus): 

ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। পড়ুয়াদের জন্য ভাল সময়। সব কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। 

ধনু রাশি (Sagittarius):

ভাগ্য খুলবে ধনু রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

কর্কট রাশি (Cancer): 

কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি। যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কর্কট ও সিংহ রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। যার ফলে কপাল খুলবে মকর, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement