Biswakarma Puja Rashifal 2025: বিশ্বকর্মা পুজোর মুখে মহাযোগ, কোন কোন রাশির কপাল ঘুরছে?

Biswakarma Puja Rashifal 2025: এ বছর সেপ্টেম্বর মাসেই সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে, ঠিক বিশ্বকর্মা পুজোর সময়। ফলে ‘বুধাদিত্য যোগ’-এর প্রভাব পড়বে একাধিক রাশির উপর। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই সময় কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হবেন। চাকরি, ব্যবসা, সম্পর্ক কিংবা আর্থিক পরিস্থিতিতে মিলবে সুখবর।

Advertisement
বিশ্বকর্মা পুজোর মুখে মহাযোগ, কোন কোন রাশির কপাল ঘুরছে?বিশ্বকর্মা পুজোয় থেকে ৬ রাশির সোনায় সোহাগা, ভাগ্যোদয়ের সূচনা

Biswakarma Puja Rashifal 2025: বিশ্বকর্মা পুজোর সময় আকাশে তৈরি হচ্ছে এক শুভ ‘বুধাদিত্য যোগ’। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে এবং বুধের সংযুক্তি ঘটে, তখন এই বিশেষ যোগ সৃষ্টি হয়। বলা হয়ে থাকে, সূর্য-বুধের মিলনে বুদ্ধি, ক্ষমতা ও নেতৃত্বের শক্তি একত্রিত হয়, যা জাতকের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

এ বছর সেপ্টেম্বর মাসেই সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে, ঠিক বিশ্বকর্মা পুজোর সময়। ফলে ‘বুধাদিত্য যোগ’-এর প্রভাব পড়বে একাধিক রাশির উপর। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই সময় কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হবেন। চাকরি, ব্যবসা, সম্পর্ক কিংবা আর্থিক পরিস্থিতিতে মিলবে সুখবর।

সিংহ (Leo):
সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে ফিরে পেতে পারেন পুরনো আত্মবিশ্বাস। বন্ধ হয়ে যাওয়া কোনও কাজ আবার নতুন করে শুরু হতে পারে। আর্থিক ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হতে পারে। কাজের জায়গায় নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ আসবে। পাশাপাশি পুরনো সম্পর্ক থেকেও আসতে পারে ইতিবাচক ইঙ্গিত।

মকর (Capricorn):
মকর রাশির জাতকদের জন্য এই সময়টি হতে চলেছে আত্মবিশ্বাস ও স্থির সিদ্ধান্তের। এতদিন যে দ্বিধা-দ্বন্দ্ব চলছিল, এখন তার অবসান ঘটতে পারে। চাকরি ও পেশাগত ক্ষেত্রে নিজের অবস্থান মজবুত করার সময় এখনই। বিশেষ করে সৃজনশীল পেশায় যাঁরা যুক্ত, তাঁদের জন্য আসছে নতুন সাফল্যের সম্ভাবনা।

কন্যা (Virgo):
সবচেয়ে প্রভাবশালী সময় আসছে কন্যা রাশির জাতকদের জীবনে। সূর্য ও বুধ দু’টি গ্রহই এই রাশিতে অবস্থান করছে, ফলে বুধাদিত্য যোগ সরাসরি এই রাশিকে আলোকিত করছে। উন্নতি, সম্মান, সাফল্য সবই কন্যা রাশির দরজায় কড়া নাড়ছে। উচ্চশিক্ষা, প্রশাসনিক কাজ, গবেষণা কিংবা নেতৃত্বের ভূমিকায় থাকা ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল।

মিথুন (Gemini):
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় হতে চলেছে সম্ভাবনার নতুন জানালা। দীর্ঘদিন যে পথে বারবার ব্যর্থতা এসেছিল, সেখানে এবার মিলতে পারে সাফল্যের স্বাদ। যোগাযোগ, লেখা-পড়া, মিডিয়া বা বুদ্ধিনির্ভর পেশায় যাঁরা রয়েছেন, তাঁরা বিশেষ সুবিধা পেতে পারেন। চুক্তি বা আলোচনা। উভয় ক্ষেত্রেই আসতে পারে ইতিবাচক ফল।

Advertisement

কুম্ভ (Aquarius):
কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সময়ে ফিরে পেতে পারেন জীবনের ভারসাম্য। বিশেষ করে কর্মক্ষেত্রে যাঁরা অনিশ্চয়তায় ভুগছিলেন, তাঁদের সামনে খুলে যেতে পারে নতুন রাস্তা। আর্থিক দিকেও উন্নতির সম্ভাবনা। বাড়বে মনোবল, মিলবে নতুন কাজের সুযোগ।

কর্কট (Cancer): 
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সময় এসেছে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার। এতদিন আবেগে ভেসে অনেক সুযোগ হয়তো হাতছাড়া হয়েছে। এবার সময় নিজেকে সংযত করে এগিয়ে যাওয়ার। সম্পত্তি সংক্রান্ত কোনও ভাল খবর আসতে পারে। পারিবারিক জীবনে আসতে পারে স্থিতি ও শান্তি।

 

POST A COMMENT
Advertisement