Sarvartha Siddhi Yog: সুখ আসবে জীবন, বিশেষ যোগে কাল থেকেই উন্নতি ৩ রাশির

বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, বুদ্ধ পূর্ণিমায় থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। যার প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট বদল। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য বদলাবে...

Advertisement
সুখ আসবে জীবন, বিশেষ যোগে কাল থেকেই উন্নতি ৩ রাশির কপাল খুলবে এই ৩ রাশির।
হাইলাইটস
  • বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা।
  • জ্যোতিষ মতে, বুদ্ধ পূর্ণিমায় থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ।
  • যার প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট বদল।

বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, বুদ্ধ পূর্ণিমায় থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। যার প্রভাবে ৩ রাশির জীবনে আসবে বিরাট বদল। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য বদলাবে...

বৃশ্চিক রাশি (Scorpio): 
সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। সব ইচ্ছে পূরণ হবে। কেরিয়ারে সাফল্য পাবেন। শরীর ভাল থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 

মিথুন রাশি (Gemini): 
 কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। অর্থলাভ হবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায় লাভ করবেন। 

মকর রাশি (Capricorn): 
ভাগ্য খুলবে মকর রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। দাম্পত্য জীবন মধুর হবে। অর্থলাভের সুযোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। ২৯ জুন পিছিয়ে চলবে শনি। শনির বক্রি হবে। যার প্রভাবে জীবন বদলাবে কুম্ভ, বৃষ এবং কন্যা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১ জুন রাশি বদলাবে মঙ্গল। মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে ভাগ্য খুলবে ধনু, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র, সূর্য, বৃহস্পতি। ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। বৃষ রাশিতে ১০০ বছর পর তৈরি হচ্ছে এই যোগ। চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলবে বৃষ, কর্কট এবং মেষ রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement