বুধের প্রিয় ২ রাশি কারা?সৌর জগতের মধ্যে বুধ হলেন অত্যন্ত ছোট্ট গ্রহ বুধ, তিনি গ্রহের রাজকুমারও ৷ বুদ্ধি, ব্যবসা, বক্তব্য, চেতনা, দক্ষতার নিয়ন্ত্রকও। জীবনে বুধ দুর্বল হলে অনেক রকমের সমস্যা তৈরি হয়ে থাকে। কেননা বুধ দুর্বল হলে বুদ্ধিভ্রষ্ট হয়ে থাকে, জীবনে বুধের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ পৃথিবীর উপাদানের একটি গ্রহ মাত্র। কোষ্ঠিতে বুধ দুর্বল হলে ঋণের বোঝা বাড়তে থাকে। একই সঙ্গে সমস্ত কিছুতেই ভুলে যাওয়ার প্রবণতা থাকে। বুধ সর্বদা সন্তুষ্ট থাকেন দুই গ্রহের উপরে এক মিথুন, দুই কন্যা ৷ সৌভাগ্য, টাকা পয়সা সব মিলিয়ে জাতক-জাতিকার জীবনে কোনও সমস্যা আসেনা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপরে সর্বদাই কৃপা থাকে বুধের। জাতক-জাতিকার জীবনের সব থেকে ভাল মুহূর্ত আসে, নতুন করে জীবন শুরু করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে পারে। পড়াশোনাতেও খুব ভাল হয় এই রাশির জাতকেরা। নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকেন। এরা জীবনে সফলতা পেয়ে থাকেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপরে বুধের কৃপা থাকে সর্বদাই ৷ এরফলেই জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে ভাল পারফরমেন্স দিয়ে থাকেন। আর্থিক ভাবে সমস্যা থাকেনা, কখনও ঋণের ক্ষেত্রে কখনও জড়ান না। প্রচুর পরিমাণে সম্পদ ও সম্পত্তি পাবেন জাতক-জাতিকারা। এদের মন পরিষ্কার হয়। বন্ধুদের বিষয়ে এই রাশির লোকেরা সৌভাগ্যশালী হয়। শিক্ষাক্ষেত্রে খ্যাতি পেয়ে থাকেন। এদের আর্থিক পক্ষ খুবই মজবুত হয়।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)