scorecardresearch
 

Budh Gochar 2022 Zodiac Effects : একমাসের অপেক্ষা, বুধের গোচরে ৫ রাশির বিপুল অর্থলাভের সম্ভাবনা

জ্যোতিষশাস্ত্র বলছে দীপাবলির ২ দিন পর হতে চলেছে একটি একটি গুরুত্বপূর্ণ গোচর। ২৬ অক্টোবর ২০২২ তুলা রাশিতে (Tula Rashi) প্রবেশ করবে বুধ (Mercury Transit 2022 )। এর গোচরের ফলে বেশকিছু রাশির ওপরে পড়তে চলেছে শুভ প্রভাব। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন ওই রাশিগুলির জাতক জাতিকারা। তাহলে চলুন জেনে নেওয়া যাক দীপাবলির পর শুভ সময় আসতে চলেছে কোন কোন রাশির।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সামনের মাসে বুধের গোচর
  • তুলাতে প্রবেশ করবে বুধ
  • কোন কোন রাশির পক্ষে শুভ?

শুরু উৎসবের মরশুম। সামনেই দুর্গাপুজো। তারপর করভা চৌথ। তারপর রয়েছে ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটার মতো উৎসবও। জ্যোতিষশাস্ত্র বলছে দীপাবলির ২ দিন পর হতে চলেছে একটি একটি গুরুত্বপূর্ণ গোচর। ২৬ অক্টোবর ২০২২ তুলা রাশিতে (Tula Rashi) প্রবেশ করবে বুধ (Mercury Transit 2022)। এর গোচরের ফলে বেশকিছু রাশির ওপরে পড়তে চলেছে শুভ প্রভাব। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন ওই রাশিগুলির জাতক জাতিকারা। তাহলে চলুন জেনে নেওয়া যাক দীপাবলির পর শুভ সময় আসতে চলেছে কোন কোন রাশির।

মিথুন (Gemini) : দীপাবলির পর বুধের গোচর (Budh Gochar 2022) মিথুন রাশির জাতকদের জন্য দীর্ঘদিনের পুরনো সমস্যার অবসান ঘটাতে চলেছে। বাড়বে আয়। নতুন কাজের সুযোগ আসবে। অর্থিক লাভ হবে।

কর্কট (Cancer) : বুধের রাশি পরিবর্তন (Budh Gochar 2022 In Tula Rashi) কর্কট রাশির জাতকদের জন্যও হতে চলেছে শুভ। তাঁদের আর্থিক অবস্থার শ্রীবৃদ্ধি হবে। আর্থিক দিক থেকে যাঁদের ঘাটতি রয়েছে তাঁদের সমস্যার সমাধান হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপকৃত হবেন। ঘরে সুখ শান্তি বিরাজ করবে।

সিংহ (Leo) : বুধের গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদেরও পারিবারিক সুখ-শান্তি দেবে। সম্পর্ক ভাল থাকবে। ঘরে সমৃদ্ধি হবে। কাজে সাফল্য ও কোনও জায়গা থেকে অর্থাগত হতে পারে। ব্যবসায় লাভ হবে।

ধনু (Sagittarius) : তুলা রাশিতে বুধের প্রবেশ ধনু রাশির জাতকদের অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। আটকে থাকা টাকা পাওয়া যাবে। থমকে যাওয়া প্রকল্পগুলিও গতি পাবে। কাজ ভাল হবে। প্রশংসা পাবেন।

মকর (Capricorn) : বুধের গমন মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সুবিধা দেবে। উন্নতি হতে পারে। নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আয় ও সম্মান বাড়বে।

Advertisement

(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল আলাদা হতে পারে।)

আরও পড়ুনশসা উপকারী, দেদার খেলে বিপজ্জনক, কী হতে পারে?


 

Advertisement