scorecardresearch
 

Bhadra Rajyog Horoscope: চাকরি-ব্যবসায় বিরাট উন্নতি, বিশেষ রাজযোগে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, জুনের মাঝামাঝি সময়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে তৈরি হবে ভদ্র রাজযোগ। শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
বিশেষ রাজযোগে কপাল খুলবে ৩ রাশির। বিশেষ রাজযোগে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, জুনের মাঝামাঝি সময়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ।
  • এর ফলে তৈরি হবে ভদ্র রাজযোগ।
  • শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, জুনের মাঝামাঝি সময়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে তৈরি হবে ভদ্র রাজযোগ। এর ফলে শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

মিথুন রাশি (Gemini): 

ভদ্র রাজযোগে কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। অর্থলাভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। চাকরিতে সাফল্য পাবেন। 

আরও পড়ুন

মকর রাশি (Capricorn): 
 ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্পদ লাভ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা সফল হবেন। 

সিংহ রাশি (Leo): 
সুসময় আসছে সিংহ রাশির জাতকদের। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন মধুর হবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, সূর্য, বৃহস্পতি এবং শুক্র। এই চার গ্রহের প্রভাবে তৈরি হবে চতুর্গ্রহী রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট, মকর এবং কন্যা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, গত ৫ জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বুধ। বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে দারুণ লাভ করবেন মেষ, সিংহ এবং কন্য়া রাশির জাতকরা। তিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র। শুক্রের গোচরে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বৃষ, মিথুন, সিংহ রাশির জাতকরা। 

Advertisement