scorecardresearch
 

Budh Margi Rashifal: চাকরিতে উন্নতি, আর্থিক সুরাহা বুধের কৃপায় ভাল সময় কাটাবে ৩ রাশি

Budh Margi Rashifal: ডিসেম্বর মাসের ১৬ তারিখ ২ টো ২৫ মিনিটে বুধবার মার্গী হতে চলেছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত একই অবস্থায় থাকবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বারা খুলবে। কারাই বা নতুন সম্পদের মালিক হতে চলেছে, জানুন।

Advertisement
চাকরিতে উন্নতি, আর্থিক সুরাহা বুধের কৃপায় ভাল সময় কাটাবে ৩ রাশি চাকরিতে উন্নতি, আর্থিক সুরাহা বুধের কৃপায় ভাল সময় কাটাবে ৩ রাশি
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৬ ডিসেম্বর মার্গী হবে বুধ।
  • যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সব ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে।

Budh Margi Rashifal: চাকরিতে উন্নতি, আর্থিক সুরাহা বুধের কৃপায় ভাল সময় কাটাবে ৩ রাশিজ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে সেনাপতি গ্রহ বলেই মনে করা হয়। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

ডিসেম্বর মাসের ১৬ তারিখ ২ টো ২৫ মিনিটে বুধবার মার্গী হতে চলেছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত একই অবস্থায় থাকবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বারা খুলবে। কারাই বা নতুন সম্পদের মালিক হতে চলেছে, জানুন।

বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার আয় বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় খুব ভালো সময় কাটাতে পারবেন। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। ব্যবসায় সকলে আপনাকে সাহায্য করবে। চাকরি নতুন প্রস্তাব পেতে পারেন। জীবনের সমস্ত বাধা দূর হবে। শরীর আপনার ভালো থাকবে। কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। নতুন কোনও জমি বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। বক্রী মঙ্গলের প্রভাবে নতুন সম্পত্তি কেনার আগে বড়দের পরামর্শ নেবেন কারা

মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা করবেন সকলে। তাছাড়া আপনার ভাগ্যের দ্বার খুলবে। পরিবেশ অনুকূলে থাকবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। ব্যবসার কাজে মনোযোগ দিন। যারা সোনার ব্যবসা করছেন তাঁদের শুভ সময় শুরু। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

Advertisement

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এসময় ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। শরীর ভালো থাকবে আপনার। এই রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন, তারা এই সময়ে কাঙ্খিত চাকরি পেতে পারেন। এ সময় নতুন কাজের চেষ্টা করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। দাম্পত্য জীবনে সুখী হবেন। বাবা-মায়ের প্রত্যেকটি কাজে সাহায্য করবে আপনাকে। এ সময় আপনার ব্যবসায়ে সফলতা আসবে। এসময় ব্যবসার কাজেও ভাই-বোনদের থেকে বিশেষ সহযোগিতা পাবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

 

Advertisement