Laxmi Narayan Yog Horoscope: সুখসম্পদ লাভ হবে, লক্ষ্মী-নারায়ণ যোগে রাজার হালে ৩ রাশি

জ্যোতিষ মতে, অক্টোবর মাসে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ এবং শুক্র। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

Advertisement
সুখসম্পদ লাভ হবে, লক্ষ্মী-নারায়ণ যোগে রাজার হালে ৩ রাশিভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ এবং শুক্র।
  • এই দুই গ্রহের মিলনে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, অক্টোবর মাসে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ এবং শুক্র। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

তুলা রাশি (Libra): 

ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। অর্থলাভ হবে। সমাজে সুনাম বাড়বে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য আসবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। 

মকর রাশি (Capricorn): 

শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। ধনলাভের সুযোগ রয়েছে। আয় বাড়বে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। 

কুম্ভ রাশি (Aquarius):


কপাল খুলবে কুম্ভ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। সব ইচ্ছেপূরণ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। জ্যোতিষ মতে, বিশ্বকর্মা পুজোয় বিশেষ যোগ তৈরি হবে। ধৃতি ও শূল যোগের শুভ প্রভাব পড়বে। যার ফলে ভাগ্য খুলবে মেষ, মীন এবং মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, চলতি মাসে তুলাতে প্রবেশ করবে শুক্র। যার প্রভাবে কপাল খুলবে মকর, কর্কট এবং ধনু রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে বুধ। এর ফলে তৈরি হবে ভাদ্র রাজযোগ। যার শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন, কন্যা রাশির জাতকদের উপর। 

POST A COMMENT
Advertisement