May Last Week Astrology: মে মাসের শেষে চোখ ধাঁধানো উন্নতি ৩ রাশির, বিশেষ যোগে ভাগ্য বদল

জ্যোতিষ মতে, আজ বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। আগামী ২৩ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। ফলে বুধ ও সূর্যের যুতিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার প্রভাবে মে মাসের শেষে ৩ রাশির বিরাট উন্নতি হবে। জেনে নিন বিশদে...

Advertisement
মে মাসের শেষে চোখ ধাঁধানো উন্নতি ৩ রাশির, বিশেষ যোগে ভাগ্য বদলকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আজ বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য।
  • আগামী ২৩ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ।
  • মে মাসের শেষে ৩ রাশির বিরাট উন্নতি হবে।

জ্যোতিষ মতে, আজ বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। আগামী ২৩ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। ফলে বুধ ও সূর্যের যুতিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার প্রভাবে মে মাসের শেষে ৩ রাশির বিরাট উন্নতি হবে। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলবে তুলা রাশির জাতকদের। ব্যবসা লাভজনক হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পরিবারে সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে। 

সিংহ রাশি (Leo): 

জীবন বদলাবে সিংহ রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৮ মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। এই গোচরের ফলে কপাল খুলবে বৃষ, বৃশ্চিক, সিংহ, মিথুন রাশির জাতকদের। অন্য দিকে, জ্যোতিষ মতে, উদয়া তিথি অনুসারে আগামী ২৭ মে মঙ্গলবার পালিত হবে শনি জয়ন্তী। এবার শনি জয়ন্তীতে শুভ ও শুক্লা যোগের জোড়া প্রভাব থাকবে। এই দুই যোগের প্রভাবে লাভের মুখ দেখবেন মকর, মিথুন ও তুলা রাশির জাতকরা।   জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। আগামী ১৩ জুলাই সকালে বক্রি হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে কর্কট, মীন ও বৃষ রাশির জাতকদের।
 

Advertisement

POST A COMMENT
Advertisement