Budhaditya And Sukraditya Rajyog: দুটি রাজযোগ একসঙ্গে, ৩ রাশির কপাল ঘুরতে শুরু করবে

হোলির দিন ১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বুধ ও শুক্র। এই সময়ে বুধ ও সূর্য তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। শুক্র ও সূর্য তৈরি করবে শুক্রাদিত্য রাজযোগ। মার্চ মাসে এই দ্বৈত রাজযোগ তৈরি হওয়ার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

Advertisement
দুটি রাজযোগ একসঙ্গে, ৩ রাশির কপাল ঘুরতে শুরু করবেদুটি রাজযোগ একসঙ্গে, ৩ রাশির কপাল ঘুরতে শুরু করবে

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মতো ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়।

হোলির দিন ১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বুধ ও শুক্র। এই সময়ে বুধ ও সূর্য তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। শুক্র ও সূর্য তৈরি করবে শুক্রাদিত্য রাজযোগ। মার্চ মাসে এই দ্বৈত রাজযোগ তৈরি হওয়ার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। চাকরি থেকে কেরিয়ারে অনেক লাভ করতে পারবেন। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন আপনি। প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে। এসময় আপনার শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এসময় এই যোগের শুভ প্রভাবে আপনার পরিবেশ অনুকূলে থাকবে। এ সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। এসময় সততার সঙ্গে সব কাজ করবেন আপনারা। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। যারা সোনা ব্যবসায়ী তারা লাভের মুখ দেখবেন আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা মনের মানুষের দেখা পাবেন আপনি। তাদের সময় খুব ভালো যাবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনাদের বাড়তে থাকবে। কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে আপনি। এসময় আপনি যে কাজগুলিতে পিছিয়ে ছিলেন সেগুলি হয়ে যাবে। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে চলবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

 

Advertisement

POST A COMMENT
Advertisement