কবে গঠিত হবে এই যোগ?
সূর্য যখন সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে প্রবেশ করবেন, সেই সময় বুধও একই রাশিতে অবস্থান করবেন। এই দুই গ্রহের সংযুক্তিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। চলতি বছর এই অবস্থান ,সেপ্টেম্বর মাসজুড়ে কার্যকর থাকবে।
এই রাজযোগ কাদের জন্য শুভ?
বিশেষজ্ঞদের মতে, এই বিরল যোগ মিথুন. মীন এবং মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে, বিশেষ করে অর্থ ও কর্মজীবনে দারুণ প্রভাব ফেলবে। কপাল ঘুরতে সময় লাগবে না। দেখে নেওয়া যাক, কোন রাশির কী ফলাফল হতে পারে।
মেষ রাশি (Aries)
পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা কাঙ্খিত কাজের স্বীকৃতি— সব মিলিয়ে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে পারে এই সময়। যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁদের জন্য সময়টি বিশেষ শুভ।
মিথুন রাশি (Gemini)
বুধাদিত্য যোগের প্রভাবে কর্মজীবনে নতুন দরজা খুলতে পারে। যাঁরা নতুন কাজের সন্ধানে আছেন, তাঁরা সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তিতে লাভের মুখ দেখবেন।
মীন রাশি (Pieces)
মীন রাশির জাতকদের জন্য সময়টা হতে পারে স্বপ্নপূরণের। হঠাৎ করেই আর্থিক লাভ, পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন, এমনকি লটারি বা ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়াও সেপ্টেম্বর মাসে আরও কিছু শুভ গ্রহের সংযোগ দেখা যাবে, যার ফলে এই তিনটি রাশির জাতক-জাতিকারা একাধিক দিক থেকে লাভবান হতে পারেন।