scorecardresearch
 

Chandra Gochar Rashifal: চন্দ্র গোচরে লাখপতি যোগ ৩ রাশির জাতকদের

Chandra Gochar Rashifal: ১৭ ডিসেম্বর চন্দ্র গ্রহ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে। চন্দ্র এক রশি থেকে আরেক রশিতে প্রবেশ করতে সময় নেয় আড়াই দিন। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন। তালিকায় কি আপনি আছেন?

Advertisement
চন্দ্র গোচরে লাখপতি যোগ ৩ রাশির জাতকদের চন্দ্র গোচরে লাখপতি যোগ ৩ রাশির জাতকদের

Chandra Gochar Rashifal: 

জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখনই নানান প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের ওপরে। ১৭ ডিসেম্বর চন্দ্র গ্রহ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে। চন্দ্র এক রশি থেকে আরেক রশিতে প্রবেশ করতে সময় নেয় আড়াই দিন। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন। তালিকায় কি আপনি আছেন?

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ দিন শুরু হবে। এসময় আপনি নতুন ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। এই সময়ের দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। কোনও কাজে পিছিয়ে থাকবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। চন্দ্র দেবতার কৃপায় আপনার জীবনে সাফল্য নিশ্চিত। পরিবারের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এই সময় আপনার মনে খুশি লেগে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর চন্দ্রগ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এ সময় প্রতিবেশীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি ব্যবসা শুরু করেন, সেখানেও উন্নতি করতে পারবেন। কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন আপনি। এ সময় দাম্পত্য জীবনে সুখে থাকবেন। চন্দ্র দেবতার পুজো করলে তবেই আপনার জীবনে সফলতা আসবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হওয়ার কারণে আপনার মন খুশি হবে। ব্যবসার দিক থেকে এই সময়টি শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা তাঁদের শুভ সময় শুরু হবে।

মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের পরিবারে সুখ থাকবে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। নতুন ব্যবসায় বাবা-মায়ের বিশেষ পরামর্শ পাবেন আপনি ।ভাই বোনের সহযোগিতাও আপনি পাবেন।

Advertisement

 

Advertisement