জ্যোতিষ গণনা অনুসারে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে রবিবার, ৭ সেপ্টেম্বর। এই গ্রহণ শনির রাশি কুম্ভতে হবে। ভারতীয় সময় রাত ৯টা ৫৮ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর ভোররাত ১টা ২৬ মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণের চাঁদ হবে রক্তিম বর্ণের, যা ব্লাড মুন বলেও পরিচিত। ভারতে এই গ্রহণ দেখা যাবে, তাই এর সূতক কালও গণ্য হবে। অপরদিকে, শনির রাশি কুম্ভতে এই গ্রহণ হওয়ার ফলে ৩ রাশির মহিলারা লাভবান হবেন। আসুন জেনে নিই সেই সৌভাগ্যশালী রাশি কারা।
কর্কট রাশি
কর্কট রাশির মহিলা জাতকেরা হঠাৎ করে অর্থ-সম্পত্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে চলা সমস্যা থেকে স্বস্তি পাবেন। সম্পর্ক আরও ভাল হবে। সুখ বাড়বে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। এই সময় কর্কট রাশির জাতকেরা মন খুলে শপিং করতে পারবেন।
সিংহ রাশি
সিংহ রাশির মহিলাদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। জীবনে ইতিবাচক বদল দেখতে পাবেনয জীবনসঙ্গীর ব্যবসা ও কাজ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যদি কোনও অসুখে ভুগে থাকেন তবে তা থেকে মুক্তি পাবেন। মহিলারা কেরিয়ারে বড় কোনও উন্নতি পাবেন। আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। পরিবারে সম্মান বাড়বে।
বৃশ্চিক রাশি
এই সময় কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির মহিলারা প্রশংসা পাবেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভাল হবে। পরিশ্রমের ফল পাবেন। কাজে সফলতা অর্জন হবে। শনিদেবের শুভ প্রভাবে এই রাশির মহিলাদের আত্মবিশ্বাস বাড়বে। অফিসে পদোন্নতির রাস্তা খুলে যাবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)